
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম:ডাঃ বি.অার.অাম্বেদকর মেধা পুরস্কার ২০১৭ প্রদান করা হল ঝাড়গ্রামের প্রায় ৫৫ জন অাদিবাসী ছাত্র-ছাত্রী কে। তাদের হাতে মানপত্র ও পাঁচ হাজার টাকা পুরষ্কার তুলে দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা মিটিং হলে।পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনীকল্যাণ ও অাদিববাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ডাঃ বি.অার. অাম্বেদকর মেধা পুরস্কার অনুষ্ঠান অায়জন করা হয় অাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ ডাঃ উমা সরেন, রামকৃষ্ণ মিশনের শান্তনু মহারাজ, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক।