
ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ফ্রান্স-দঃ কোরিয়ার উদ্বোধনী ম্যাচ
Published on: জুন ৭, ২০১৯ @ ০৯:৩৫
এসপিটি নিউজ স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ থেকে শুরু হতে চলেছে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবল। এক মাস ধরে চলা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ২৪ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। এই বিশ্বকাপের উপর গুগল শুক্রবার ডুডল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। যেখানে মহিলা খেলোয়াড়দের উৎসাহ দিতে ফুটবল খেলতে দেখা গিয়েছে।
প্রথম বার মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে।এরপর সাত বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নিয়েছে। এদেরকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।যেখানে মুখ্য আকর্ষণ হতে চলেছে রঙ-বেরঙের অনুষ্ঠান। প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচ আজ ৭ই জুন আয়োজক দেশ ফ্রান্সের সঙ্গে দক্ষিণ কোরিয়ার হবে।
চার বছর আগে ২০১৫ সালে আমেরিকা এই বিশ্বকাপের খেতাব জিতেছিল। সেবার ফাইনালে তারা জাপানকে ৫-২ গোলে পরাজিত করেছিল। এবারও আমেরিকাকেই এই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরছে ফুটবল বিশেষজ্ঞরা। আমেরিকা ১৯৯১, ১৯৯৯ এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে।
কোন গ্রুপে কোন দল
- গ্রুপ এ- জার্মানি(২), স্পেন(১৩), চিন(১৬), দক্ষিণ আফ্রিকা(৪৯)
- গ্রুপ বি- ইতালি(১৫), ব্রাজিল(১০), অস্ট্রেলিয়া(৬), জামাইকা(৫৩)
- গ্রুপ সি- ইংল্যান্ড(৩), স্কটল্যান্ড(২০), আর্জেন্টিনা(৩৭), জাপান(৭)
- গ্রুপ ই- নেদারল্য্যান্ড(৮), কানাডা(৫), নিউজিল্যান্ড(১৯), ক্যামেরুন(৪৬)
- গ্রুপ এফ- সুইডেন(৯), আমেরিকা(১), চিলি(৩৯), থাইল্যান্ড(৩৪)
স্মরণে রাখবেন
- ১৭ ম্যাচে ১৫ গোল করে ব্রাজিলের মার্তো সর্বাধিক গোলদাতার রেকর্ডের অধিকারি হয়ে আছেন।
- ফ্রান্স দ্বিতীয় আয়োজক দেশ হিসেবে খেতাব জিততে চাইবে। এর আগে ১৯৯৯ সালে আমেরিকা এই সম্মান পেয়েছে।
- আমেরিকা মহিলা বিশ্বকাপে ৪৩টির মধ্যে ৩৩টি ম্যাচে জেতার রেকর্ড দাখিল করেছে।
- ব্রাজিলের ৪১ বছর বয়সী ফোরমিঙ্গা বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।
- এই বিশ্বকাপে অংশ নেওয়া সমস্ত খেলোয়াড়ের মধ্যে ৭৩জন খেলোয়াড় আমেরিকার ক্লাব ফুটবলে খেলে থাকে। এরপর স্পেনের সংখ্যা সবেচেয়ে বেশি, যেখানে ৫২জন খেলোয়াড় খেলে থাকেন।
Published on: জুন ৭, ২০১৯ @ ০৯:৩৫