আজও তিনি মেদিনীপুরবাসীর কাছের মানুষ হয়েই আছেন

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৪, ২০১৮ @ ০০:০৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৩ জানুয়ারিঃ তিনি ছিলেন। তিনি আজও আছেন। আছেন মেদিনীপুরের মানুষের নয়নের মণি হয়ে। রাজনীতির জটিল অঙ্কে তিনি নিজেকে জড়াননি। অনেকে অনেক কথা বলেছে, করেছে তাঁর অনেক সমালোচনাও। কিন্তু, তাতে কি হয়েছে-তিনি আছেন নিজের আভিজাত্যে, নিজের কৌলিন্যে, নিজের অর্জিত গুনে-মহিমায় মহিমান্বিত হয়ে।তিনি মেদিনীপুরবাসীর প্রিয় মানুষ জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।

আজ তিনি ১৫ মিনিটের জন্য এসেছিলেন পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখতে।তাঁর উপস্থিতি শহরের প্রতিটি মানুষকে স্বস্তি দিয়ে গেল। ছোট থেকে বড় সকলেই তাঁকে দেখে আপ্লুত। ‘আবার এসেছ ফিরে আমাদের মাঝে’-এমন ভাব নিয়ে সকলেই এগিয়ে আসেন তার কাছে। কেউ ছবি তোলেন, কেউ বা নেন তার অটোগ্রাফ। সত্যি, এমন একজন পুলিশ আধিকারিক কিভাবে পশ্চিম মেদিনীপুর জেলাকে অসাধারণভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন তা আজ কারও আর অজানা নয়। আজও তাকে যেমন সাধারণ মানুষ ভাল্বাসে ঠিক তেমনই জেলা পুলিশের মধ্যেও তিন আজও শ্রদ্ধার আসনে রয়ে গেছেন।

রাজনীতির জটিল পাঁকে তাঁকে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি তো সেসবের ধার ধারেন না। আর তাই তো তিনি আজো মেদিনীপুরবাসীর কাছের মানুষ রয়ে গেছেন।

Published on: জানু ২৪, ২০১৮ @ ০০:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 + = 97