সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মে ১৯, ২০১৮ @ ২৩:৩৬
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ মেঃ এর আগে তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সন্ত্রাস বন্ধ না করলে বিজেপি বাংলা বনধ ডাকতে বাধ্য হবে। আর আজ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের চরম হুঁশিয়ারি-তৃণমূল যেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর লোকসভা আসনের কথা ভুলে যায়। তৃণমূল যদি অত্যাচার বন্ধ না করে তাহলে জঙ্গলমহলে তৃণমূলের ঝান্ডা, কর্মী থাকবে না। আগামী ৬ মাসের মধ্যে জঙ্গলমহলে তৃণমূলের একজনও থাকবে না।
এখানেই না থেমে দিলীপ ঘোষ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি হুমকি দিয়ে বলেন, “সারা জীবনের জন্য আপনার হাসি বন্ধ করে দেব। দিদিকে নবান্ন থেকে কালীঘাট চলে যেতে বলুন। পঞ্চায়েত নির্বাচনে ৬ হাজারই যথেষ্ট। এটা কোয়ার্টার ফাইনাল। ২০১৯ হবে সেমিফাইনাল। আর ২০২১ সালে আমরা ফাইনাল খেলা খেলব।”
তিনি আরও বলেন, তৃণমূলকে বাংলা থেকে হঠাতে বেশিদিন লাগবে না। জেতার ও পরিবর্তনের জন্য বিজেপি লড়ছে। ২০১৯ সালে জঙ্গলমহলে তৃণমূল শূন্য হবে। একথা বলে তার কারণও ব্যাখ্যা করে দিলীপ ঘোষ বলেন, “যারা লোকসভায় গিয়ে লোকসভার কাজের ক্ষতি করে, বহু বিল পাশ হতে দেয় না সেইসব তৃণমূলের সাংসদরা যাতে আর দিল্লি যেতে না পারে তার ব্যবস্থা করবেন বাংলার জণগন। আর বাংলা জয় করতে না পারলে তৃণমূলের ভারত বিজয় অসম্পূর্ণ থাকবে। তাই আমরা যে ন্যায়ের জন্য লড়াই করছি তার এক ইঞ্চি জমি ছেড়ে দেব না তৃণমূলকে।”
একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় সমস্ত নির্বাচিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের আগামী আগস্ট মাস পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তৃণমূলের যে কোনওরকমের প্রলোভনে পা দিতে নিষেধ করেন।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর হলে বিজেপির নর নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অভিনন্দন জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে বিজেপি সভাপতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।
Published on: মে ১৯, ২০১৮ @ ২৩:৩৬