Published on: জানু ২৭, ২০১৮ @ ১৭:৫৬
এসপিটি স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ওপেনার কেএল রাহুল ও মিডল অর্ডার ব্যাটসম্যান মনীশ পান্ডে, ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলোয়াড় নিলামের তালিকায় সবচেয়ে দামি ক্রিকেটারের দর পেলেন।তারা উভয়েই ১১ কোটি টাকা দাম পেয়েছেন।
গত মরশুমে পান্ডে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন, এবার তাঁকে তুলে নিল সানরাইজারস হায়দ্রাবাদ।একই রকমভাবে এবার রাহুলকে ছিনিয়ে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রিস লিন ৯.৬০ কোটি চুক্তিতে কলকাতা নাইট রাইডার্সের সাথে থেকে গেলেন।
ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব এবার যোগ দেবেন চেন্নাই সুপার কিংসে। যেখানে খেলবেন ধোনি এবং সুরেশ রায়না।যাদবকে ৭.৮ কোটি টাকায় কিনেছে সিএসকে।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৩.৬০ কোটি টাকায় বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
ভারতীয় টেস্ট ক্রিকেটার মুরলি বিজয়, নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা অবশ্য দর পাননি।
অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চকে ৬.২ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি করা হয়েছে। গতবার তিনি গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে মঈন আলি দলের সহকর্মী ক্রিস ওকেসের সাথে খেলবেন।
কলকাতা নাইট রাইডার্স (কে কেআর) ব্যাটসম্যানদের ধরে রাখার জন্য রাইট টু ম্যাচে কার্ড ব্যবহার না করার সিদ্ধান্তের পর ইউসুফ পাঠানকে ১.৯ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে বিক্রি করা হয়।
রাজস্থান রয়্যালস প্রাক্তন খেলোয়াড় স্টুয়ার্ট বিনিকে ৫০ লাখ টাকায় কিনেছে, যা অলরাউন্ডার বেস প্রাইসের চেয়ে অনেক কম।
এর আগের দিন ইংল্যান্ডের বেন স্টোকস ১২.৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস (আরআর) -এর কাছে বিক্রি হয়েছিলেন, যেখানে গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি টাকায় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস(ডিডি)।
শেষ দুই-দিনের নিলামের জন্য ১,১২২ জন খেলোয়াড়ের মধ্যে ৫৭৮ জনকে রাখা হয়েছে, যাদের মধ্যে ২৪৪ জন নির্বাচিত খেলোয়াড় (ভারত থেকে ৬২), ৩৩২ জন অনির্বাচিত খেলোয়াড় (৩৪ জন বিদেশি) এবং সহযোগী দেশগুলোর দুইজন খেলোয়াড় রয়েছে। সূত্রঃ এএনআই
Published on: জানু ২৭, ২০১৮ @ ১৭:৫৬