
Published on: এপ্রি ২০, ২০১৮ @ ০৯:৩১
এসপিটি স্পোর্টস ডেস্কঃ আইপিএল খেলতে এসে এর আগেও ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের বিখ্যাত অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এক ভারতীয় সুন্দরীর প্রেমে পড়েছেন। তার নাম নাতাশা সুরী। যাঁকে ব্র্যাভো পছন্দ করেছেন। তাঁর সঙ্গে এখন এই বিখ্যাত অলরাউন্ডারের প্রেম চলছে। জানা গেছে এই লাস্যময়ী তরুণী ২০০৬ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন।
আরও জানা গেছে, নাতাশা টিভি সিরিজ ইন্সাইড এজ-এ অভিনেত্রী হিসেবে কাজ করছেন।বেশ কিছুদিন ধরেই এই দু’জনকে খুব কাছাকাছি দেখা গেছে। বেশ কয়েকবার নালাশাকে আইপিএল ম্যাচ দেখতে যেতে দেখা গেছে।যেখানে নাতাশাকে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে দেখা গেছে। বিগত দিনে নালাশা ব্র্যাভোকে অভিনন্দনও জানিয়েছেন।
যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি। দুজনেই জানিয়েছেন তারা পরস্পরের বন্ধু মাত্র।
সোশ্যাল মিডিয়ায় নালাশা ব্র্যাভোকে সমানে চিয়ার করে চলেছে। কিছুদিন আগেই ব্র্যাভো তার গার্ল ফ্রেন্ড রেজিমা রামজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার খেলার বাইরেও এধরনের মস্তি নিতে ভালোবাসেন।
ব্র্যাভোজ কাছে এটা জীবনেরই অঙ্গ। খেলা-প্রেম ক্রিকেট-নারী সবই তো সমানভাবে চলতেই পারে। তাতে অন্যের আপত্তির কি দাম আছে। নিজের ভালো লাগাই তো আসল ব্যাপার। এক সুন্দরীর তাকে ভালো লেগেছে। আর সেই সুন্দরীকে ব্র্যাভোর মনে ধরেছে, তবে আর অসুবিধা কোথায়? অসুবিধা যে ব্র্যাভোর কাছে নেই সেটা তো নাতাশার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবিতেই ধরা পড়েছে। তাই ব্র্যাভো-নাতাশার লাভস্টোরি ক্রমশ এগিয়ে চলেছে।
Published on: এপ্রি ২০, ২০১৮ @ ০৯:৩১