আইন ভঙ্গকারীদের হয়ে যে তৃণমূল নেতা পুলিশের কাছে সুপারিশ করবে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে-ভাঙরে হুঁশিয়ারি রেজ্জাকের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ২০, ২০১৮ @ ২০:৩২

এসপিটি নিউজ, ভাঙড়,২০ জানুয়ারি: মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, তাই যারা আইন ভঙ্গ করবে তাঁদের হয়ে আমাদের কোনও নেতা পুলিশের কাছে সুপারিশ করবে না। আর যদি কেউ করে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যাবস্থা নেওয়া হবে। এদিন ভাঙড়ের ভোজেরহাঠে যুব তৃণমূলের পক্ষ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” এর এক কর্মসূচিতে ভাঙড়ের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা ট্রাফিক আইন ভঙ্গকারী এবং দলীয় নেতাদের ঠিক এই ভাষাতেই কড়া বার্তা দিলেন।
শনিবার বাসন্তী হাইওয়ের ভোজেরহাঠে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা বাড়াতে এক কর্মসূচিতে বাসন্তী হাইওয়েতে দ্রুত গতির গাড়ি চালকদের সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি হেলমেট বিহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাঙড় বিধায়ক তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা সহ ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ, তৃণমূল নেতা নান্নু হোসেন, ভাঙড় ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি অহিদুল ইসলাম, যুব নেতা কাশেফুল করুব, মোমিনুল ইসলাম, আব্দুল অদুদ, অহিদালী শেখ সহ শ্রমিক সংগঠনের নেতা জুলফিকার মোল্লা এবং লেদার কমপ্লেক্স থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বরুপ কান্তি পাহাড়ি এবং ট্রাফিকের সৌমিক।
এদিনের সচেতনাতামূলক কর্মসূচিতে অহিদুল ইসলাম পথ চলতি মানুষ এবং দলীয় নেতৃত্বের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।আমরা তৃণমূল নেতৃত্ব কোন আইন ভঙ্গকারীর হয়ে পুলিশের কাছে সুপারিশ করব না। অহিদুলের কথার রেশ ধরে রেজ্জাক সাহেব কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাফিক আইন যারা ভঙ্গ করবে তাঁদের হয়ে যে তৃণমূল নেতা পুলিশের কাছে সুপারিশ করবে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।তাঁকে দলের কাছে জবাব দিতে হবে কেন সে আইন ভঙ্গকারীর হয়ে পুলিশের কাছে দরবার করেছে। তিনি আরও বলেন, আজ যাদের হেলমেট দেওয়া হয়েছে তারা হেলমেট পরে বাইক না চালালে তাঁদের হেলমেট খুলে নিয়ে তাঁদের মাথায় চাঁটি মারবে।নান্নু হোসেন বলেন, পথ দুর্ঘটনা রোধ করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি  আজ গোটা দেশেই সমাদৃত। এই সচেতনতা মূলক কর্মসূচির জন্য পথ দুর্ঘটনা কমে গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে রেজ্জাক অহিদুল, নান্নু হোসেন এর পাশাপাশি আরাবুল ইসলাম কাইজার আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাঙড় ২ নং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাশেফুল করুব খান।
অপর দিকে অল ইন্ডিয়া ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন জেলায় জেলায় সচেতনতা মূলক কর্মসূচি বাড়াতে উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেনক ট্রাক অ্যাসোসিয়েশন এর সুভাষ চন্দ্র বোস এবং অহিদালি শেখ।

Published on: জানু ২০, ২০১৮ @ ২০:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 6