
Published on: এপ্রি ২৫, ২০২১ @ ২০:৩৮
এসপিটি নিউজঃ দেশজুড়ে যখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা উঠছে তখন আইটিবিপি নিল এক বড় পদক্ষেপ। সাধারণ করোনা রোগীদের কথা ভেবে তারা আগামিকাল থেকে চালু করতে চলেছে এক উন্নত্মানের কোভিড চিকৎ্সা কেন্দ্র। যেখানে এলে রোগীদের সুস্থ করে প্রয়াস নেওয়া হবে।
আইটিবিপি-র ডিজি এসএস দেশওয়াল সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন- ছত্তরপুরের সরদার প্যাটেল কোভিড কেন্দ্রটি আগামীকাল সকাল দশটায় চালু হবে। কোনও ওয়াক-ইন প্রবেশের অনুমতি নেই। কেবলমাত্র জেলা প্রশাসক (ডিএসও) দ্বারা নির্ধারিত রোগীদের ভর্তি করা হবে। আমাদের মধ্যে উচ্চ-চাপ অক্সিজেন, ভেন্টিলেটর এবং ওষুধের পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে।
Published on: এপ্রি ২৫, ২০২১ @ ২০:৩৮