Published on: ডিসে ১, ২০২২ @ ২১:৩৩
এসপিটি নিউজ, কলকাতা, ১ ডিসেম্বর: কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন্স বা সিআইএসসিই ২০২৩ সালের দশম শ্রেণির ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন বা আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর সময়সূচি জানিয়ে দিল। আজ এক বিজ্ঞপ্তি জারি করে কাউন্সিল পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি এবং শেষ ৩১ মার্চ। দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা শুরু ২৭ ফেব্রুয়ারি এবং শেষ ২৯ মার্চ।
কাউন্সিল আইএসসি-র যে সূচি দিয়েছে তা হল এরকম-
১৩ ফেব্রুয়ারি, সোমবার- ইংরাজি, পেপার-১(ইংরাজি ভাষা)
১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার- ইংরাজি, পেপার-২(ইংরাজি সাহিত্য)
১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার-কমার্স
১৭ ফেব্রুয়ারি, শুক্রবার- জিওগ্রাফি, ইলেক্ট্রিসিটি এন্ড ইলেক্ট্রনিকস, জিওমেট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ড্রয়িং
২০ ফেব্রুয়ারি, সোমবার-অঙ্ক
২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার-মাস মিডিয়া এন্ড কম্যুনিকেশন, ফ্যাশন ডিজাইনিং-পেপার-১(থিয়োরি)
২৪ ফেব্রুয়ারি, শুক্রবার- ইকোনমিক্স
২৫ ফেব্রুয়ারি, শনিবার- আর্ট পেপার ১(ড্রয়িং অথবা পেইন্টিং স্টিল লাইফ থেকে)
২৭ ফেব্রুয়ারি, সোমবার-কেমিস্ট্রি পেপার-১(থিয়োরি)
১ মার্চ, বুধবার-বিজনেজ স্টাডিজ
৩ মার্চ, শুক্রবার-ইন্ডিয়ান ল্যাঙ্গুইজেস/ মর্ডান ফরেন ল্যাঙ্গুইজেস/ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুইজেস
৪ মার্চ, শনিবার- আর্ট পেপার ২(ড্রয়িং অথবা পেইন্টিং প্রকৃতি থেকে)
৬ মার্চ, সোমবার- ফিজিক্স পেপার-১(থিয়োরি)
১০ মার্চ, শুক্রবার- ইতিহাস
১১ মার্চ, শনিবার- আর্ট পেপার ৫(ক্র্যাফটস এ)
১৩ মার্চ, সোমবার- অ্যাকাউন্টস
১৪ মার্চ, মঙ্গলবার- আর্ট পেপার ৩(ড্রয়িং অথবা পেইন্টিং জীবন্ত মানুষ থেকে)
১৫ মার্চ, বুধবার- পলিটিক্যাল সায়েন্স, বায়োটেকনোওলজি-পেপার ১(থিয়োরি)
১৭ মার্চ, শুক্রবার- বায়োলজি- পেপার ১(থিয়োরি)
১৮ মার্চ, শনিবার-লিগ্যাল স্টাডিজ
২০ মার্চ, সোমবার- কম্পিউটার সায়েন্স- পেপার ১(থিয়োরি)
২১ মার্চ, মঙ্গলবার- আর্ট পেপার ৪(রঙে মূল কল্পনামূলক রচনা)পরীক্ষাটি শুরু হবে সকাল ৯টা থেকে, একই দিনে দুপুর ২টো থেকে হবে ইন্ডিয়ান মিউজিক হিন্দুস্তানি-পেপার ১(থিয়োরি), ইন্ডিয়ান মিউজিক কর্ণাটিক পেপার ১(থিয়োরি), ওয়েস্টার্ন মিউজিক পেপার ১(থিয়োরি)
২৩ মার্চ, বৃহস্পতিবার- হোম সায়েন্স পেপার ১(থিয়োরি)
২৪ মার্চ, শুক্রবার- ফিজিক্যাল এডুকেশন
২৫ মার্চ, শনিবার- ইলেক্টিভ ইংলিশ, হসপিটালিটি ম্যানেজমেন্ট
২৭ মার্চ, সোমবার- সাইকোলজি
২৯ মার্চ, বুধবার- সোশিওলজি
৩১ মার্চ, শুক্রবার- এনভায়রনমেন্টাল সায়েন্স
সমস্ত পরীক্ষাই হবে তিন ঘণ্টার। পরীক্ষা শুরু হবে বেলা দুটো থেকে। শুধুমাত্র ৪, ১১, ১৪, ২৪ মার্চ আর্ট পেপারের পরীক্ষা সকাল ৯টা নাগাদ শুরু হবে।
আইসিএসই পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে। এক্ষেত্রেও আর্ট পেপারের পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। তাহলে দেখে নিন পরীক্ষার সূচি-
২৭ ফেব্রুয়ারি, সোমবার- ইংরাজি ল্যাঙ্গুয়েজ পেপার ১
২৯ ফেব্রুয়ারি, বুধবার- ইংরাজি লিটারেচার পেপার ২
৩ মার্চ, শুক্রবার- কর্মাশিয়াল স্টাডিজ (গ্রুপ ২ এফেক্টিভ)
৪ মার্চ, শনিবার- আর্ট পেপার ১(স্টিল লাইফ)
৬ মার্চ, সোমবার-হিস্ট্রি এন্ড সিভিক্স – এইচসিজি পেপার ১, হিস্ট্রি এন্ড সিভিক্স (থাইল্যান্ড) এইচ জি টি-পেপার ১
১০ মার্চ, শুক্রবার- অঙ্ক
১১ মার্চ, শনিবার- আর্ট পেপার ২(নেচার ড্রয়িং/পেইন্টিং)
১৩ মার্চ, সোমবার- জিওগ্রাফি –এইচ সি জি পেপার ২, জিওগ্রাফি (থাইল্যান্ড) এইচ জি টি-পেপার ২
১৪ মার্চ, মঙ্গলবার- এনভায়রনমেন্টাল সায়েন্স (গ্রুপ ২ এফেকটিভ)
১৫ মার্চ, বুধবার- দ্বিতীয় পত্র-আও নাগা, আসামিজ, বাংলা, জঙ্খা, গারো, গুজরাটি, কানাড়া, খাসি, লেপচা, মিজো, মালয়ালাম, মণিপুরী, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তাংখুল, তেলেগু, উর্দু।
মর্ডান ফরেন ল্যাঙ্গুয়েজ-আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, কোরিয়ান, মর্ডান আর্মেনিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, থাই, তিব্বতি
১৭ মার্চ, শুক্রবার- ফিজিক্স- সায়েন্স পেপার ১
১৮ মার্চ, শনিবার- আর্ট পেপার ৩ (অরিজিনাল কম্পোজিশন)
২০ মার্চ, সোমবার- কেমিস্ট্রি- সায়েন্স পেপার ২
২১ মার্চ, মঙ্গলবার- ইকোনমিক্স
২৩ মার্চ, বৃহস্পতিবার- গ্রুপ ৩ এফেকটিভ-কর্ণাটিক মিউজিক, কর্মাশিয়াল অ্যাপ্লিকেশন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কুকারি, ড্রামা, ইকোনমিক অ্যাপ্লিকেশন্স, এনভায়রন্মেন্তাল অ্যাপ্লিকেশনস, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজক, হোম সায়েন্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ড্রামা, মাস মিডিয়া এন্ড কম্যিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্পানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশন্স।
২৪ মার্চ, শুক্রবার- ফ্রেঞ্চ/সংস্কৃত(গ্রুপ ২ এফেকটিভ)
২৫ মার্চ, শনিবার- আর্ট পেপার ৪ (অ্যাপ্লায়েড আর্ট)
২৭ মার্চ, সোমবার- হিন্দি
২৯ মার্চ, বুধবার- বায়োলজি –সায়েন্স পেপার ৩
Published on: ডিসে ১, ২০২২ @ ২১:৩৩