
Published on: ডিসে ১, ২০২০ @ ২২:২২
এসপিটি নিউজ: রাজ্য-রাজনীতিতে এক নয়া মোড়। রীতিমতো এক অসাধ্য সাধন ঘটালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। অন্তত সৌগত রায়ের কথা অনুযায়ী – তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে সামনাসামনি বসিয়ে বৈঠক করলেন। যেখানে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরও।
এবিপি আনন্দকে ফোনে সৌগত রায় বলেছেন- খুব ভালো আলোচনা হয়েছে। শুভেন্দু পার্টিতেই আছে। আমাদের পার্টি আজকের আলোচনার পর আরও শক্তিশালী হবে। আজকের বৈঠকে আমি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ছিলেন।
সৌগত আরও বলেছেন- এক সঙ্গে দীর্ঘদিন পার্টি করার সুবাদেই এই বৈঠক করানো সম্ভব হয়েছে।আজকের পর সব বাধা দূর হয়ে গেল বলেও দাবি করেছেন সৌগত রায়।
তবে রাজনৈতিক মহল এই বৈঠক নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। যেখানে দু’চিন আগেই এক সভায় দাঁড়িয়ে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বদন্যোপাধ্যায় সেখানে আজ এমন কী ঘটে গেল যে সেই অভিষেকের সঙ্গেই বৈঠক করলেন শুভেন্দু। আর সেই বৈঠকে সব ধোঁয়াশা কেটে গেল বলেও দাবি করা হচ্ছে।
উত্তর কলকাতার একটি বাড়িতে টানা দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
Published on: ডিসে ১, ২০২০ @ ২২:২২