
ইতালি ও জয়পুরের বাসিন্দা এখন করোনাভাইরাস মুক্ত। আরও তিনজনও করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
এদিন কলকাতার এক বাসিন্দা এসে আগামী ডিসেম্বর মাসে রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা পাকা করে গেলেন।
Published on: মার্চ ১৬, ২০২০ @ ২৩:৫১
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৬ মার্চ: সারা দেশে যখন করোনা ভাইরাসের খবর ছড়িয়েছিল তখন সেই তালিকায় উঠে এসেছিল রাজস্থানের নাম। একশ্রেণির সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আতঙ্কও ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু খুশির খবর, রাজস্থান সরকার পুরো বিষয়টি যেভাবে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে রাজ্যকে করোনাভাইরাস মুক্ত করতে সফল প্রয়াস নিয়েছে তার ফল মিলল কিন্তু হাতেনাতেই। আর তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গের বাসিন্দারাই। আজই কলকাতায় আটজনের একটি গ্রুপ রাজস্থান ভ্রমণের জন্য আরটিডিসি-র কলকাতা অফিসে গিয়ে বুকিং করে গেলেন।
রাজস্থান এখন বেশ ভাল অবস্থায়, করোনা মুক্ত
আজ সকালেই রাজস্থান থেকে একটি আপডেট আসে। তাতে আমার বন্ধু সাংবাদিক দীপক মেহতা একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল- রাজস্থানের জন্য সুখবর। এখানে ইতালির যে ৬৯ বছরের বাসিন্দা এবং জয়পুরের যে ৮৫ বছরের বৃদ্ধের করোনাভাইরাসের পজিটিভ পরীক্ষা করা হয়েছিল। কিন্তু এরপর তাদের ফের দু’বার করে করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়। তাতে তাদের শরীরে আর করোনাভাইরাসের কোনও লক্ষন দেখা যায়নি। অর্থাৎ তাদের নেগেটিভ হয়েছে। তারা এখন করোনাভাইরাস মুক্ত হয়ে ভ্রমণ করতে পারেন। একই ভাবে ৭০ বছর বয়সী এক ইতালীয়ান মহিলা সহ তিনজন রাজস্থানের হাসপাতালে ভর্তি থাকার পর তারাও করোনাভাইরাস মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন। এখন শুধুমাত্র ২৪ বছর বয়সী একজনের করোনাভাইরাসের কেস রয়েছে। সেক্ষেত্রে গোটা রাজস্থান এখন করোনাভাইরাস মুক্ত বলা যেতেই পারে। তাই এখন আর ভ্রমণে কোনও বাধাই রইল না।
এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল কলকাতায় আরটিডিসি-র অফিসে
এরই মধ্যে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল কলকাতায় অবস্থিত রাজস্থান পর্যটন বিকাশ নিগমের অফিসে। যে অফিসের দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু। করোনাভাইরাস নিয়ে এক শ্রেণির মিডিয়ার যে ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশনের ফলে অযথা গোটা দেশজুড়ে আতঙ্কের বাতাবরণ ছড়িয়ে পড়তে শুরু করেছে তার মধ্যেও যে কিছু মানুষ বাস্তবকে চোখে দেখে এবং আসল সত্যকে জেনে রাজস্থান ভ্রমনের ইচ্ছা প্রকাশ করেছেন সেটা কিন্তু বোঝা গিয়েছে আরটিডিসি-র কলকাতা অফিসে। যেখানে এদিন কলকাতার এক বাসিন্দা এসে আগামী ডিসেম্বর মাসে রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা পাকা করে গেলেন। প্রায় ৯০ হাজার টাকার বুকিংও তিনি করে গেলেন নিশ্চিন্তে। শুধু একটা কথাই তিনি বলে গেলেন- কানে নয় কাজে তিনি বিশ্বাস করেন।
Published on: মার্চ ১৬, ২০২০ @ ২৩:৫১