Published on: নভে ১৮, ২০১৮ @ ১৩:২৮
এসপিটি নিউজ ডেস্কঃ আচমকা বোমা বাজিতে কেঁপে উঠল অমৃতসর। জেলার রাজাসাংসির আদিয়াল গ্রামে বোমা বাজি হয়। এতে দু’জনের মৃত্যু হয়েছে জখম হয়েছে ১০জন। এমন খব মিলেছে। এই ঘটনাটি ঘটেছে গ্রামের নিরঙ্কারি ভবনের পাশেই হয়েছে। প্রতি রবিবার এই ভবনে প্রবচন সভা হয়। এদিন বেলা ১২টা নাগাদ বোমাবাজির ঘটনা ঘটেছে। এই সময় সেখানে সৎসঙ্গ চলছিল। দুই বাইক আরোহী যুবক সেখানে বোমা ছোড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জখমদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনার পর দিল্লি ও নয়ডায় জরুরী সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বিভাগের অনুমান ঐ দুই ঘাতক যুবক দিল্লির দিকে রওনা দিয়েছে এর ফলে সেখানে আতঙ্ক ছড়াতে পারে। তাই আগে থাকতেই সেখানকার পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে।
তবে ঠিক কোথায় এখন দুই বাইক আরোহি তা নিয়ে ধন্দে আছে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা।
ছবি-ফিনানসিয়াল এক্সপ্রেস
Published on: নভে ১৮, ২০১৮ @ ১৩:২৮