অবাক কাণ্ড! সাপে কাটা রোগী বিষধর সেই কেউটে নিয়েই সোজা চলে এলেন হাসপাতালে

দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ৮, ২০১৮ @ ২১:০৯

এসপিটি নিউজ, ক্যানিং, ৮ জানুয়ারিঃ এমন ঘটনা খুব বেশি শোনা যায় না। তাও আবার বিষধর সাপকে ঘিরে। আর এমন বিরল ঘটনাই ঘটিয়েছেন ক্যানিং-এর হোমরা গ্রামের কৃষক মোক্তার মোল্লা। বিষধর কেউটের দংশনের পরও তিনি নিজেই সেই কেউটেকে ধরে নিয়ে চলে আসেন সোজা হাসপাতালে। তাঁর এমন কীর্তি দেখে অবাক গোটা হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অচিকিৎসক কর্মীরা।চিকিৎসকরা কৃষকের সাহসের তারিফ করছে।মুলত কৃষকের নিজের জন্যই চিকিৎসকদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। তাঁরা বলছেন, সাপে কাটা কৃষক মোক্তার মোল্লা এখন বিপদ মুক্ত। ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠছেন।

ঘটনাটি দক্ষিণ ২৪ পগনা জেলার ক্যানিং-২ নম্বর ব্লকের জীবনতলা থানার হোমড়া গ্রামে ঘটে সোমবার সকালে। সেখানকার এক কৃষক মোক্তার মোল্লা এদিন সকালে জমিতে আলের মাটি কাটছিলেন। খুবই সাধারণ চাষী। নিজের সামান্য জমিতে ধান ও বিভিন্ন মরশুমে নানা ধরনের সবজি চাষ করে সংসার চলান। এদিন ধান চাষ করার জন্য জমিতে কোদাল দিয়ে আলের মাটি কাটছিলেন। আচমকা তার মনে হয়, বাঁহাতে কিছু একটা কামড়েছে। ঘুরে দাঁড়াতেই তিনি দেখেন প্রায় আড়াই ফুট লম্বা একটি কেউটে সাপ চলে যাচ্ছে। দেরী না করে তিন ঐ অবস্থায় তিনি সাপটিকে ধরে ফেলেন। তারপর সেটিকে একটি প্লাস্টিকের প্যাকেটে পুরে সোজা ক্যানিং মহকুমা সর্প হাসপাতালে চলে আসেন। গোটা হাসপাতাল কৃষকের এমন কীর্তি দেখে তো একেবারে থ বনে যান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করে দেন।

ক্যানিং সর্প হাসপাতালের চিকিৎসক ডা.সমরেন্দ্র রায় জানান, রোগীকে এভিএস প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসা চলছে। এই সাপ কামড়ালে বা দংশন করলে শ্বাস কষ্ট হয়।

ক্যানিং মহকুমা সর্প হাসপাতালের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ক্যানিং মহকুমায় সাপের দংশনে মৃত্যু হয়েছে ৩৪৯জনের। জানা যায়, কেউটে সাপের সাধারণতঃ ১৫ মিলিগ্রাম বিষেই মানুষের মৃত্যু হয়। এইসব এলাকায় কেউটে, কালাজ, শঙ্খচূড়, শাঁখামুটির মতো বিষধর প্রজাতির সাপের আনাগোনা আছে। এমনকী সুন্দরবনের গভীর জঙ্গলে আরও একাধিক প্রজাতির বিষধর সাপ দেখা যায়। দেখা মেলে অজগরেরও। কয়েক দিন সুন্দরবনের মগরাহাট ব্লক থেকে বনকর্মীরা একটি অজগর সাপ উদ্ধারও করে।

Published on: জানু ৮, ২০১৮ @ ২১:০৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − = 26