Published on: জানু ১৫, ২০১৯ @ ২১:০৪
এসপিটি নিউজ, কলকাতা, ১৫জানুয়ারিঃ অভিযোগ ওঠার পর আগেই তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মাম্লে দায়ের করা হয়েছিল। মঙ্গলবার জেরা করা পর নিজের অপরাধ কবুল করতেই ওই দুই ছাত্রী মৌটুসি মন্ডল ও সোমা বর্মনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ।
মঙ্গলবার এনআরএস হাসপাতালের তদন্ত কমিটি আ এন্টালি থানার পুলিশ দফায় দফায় জেরা করে ওই দুই ছাত্রীকে। টানা জেরার মুখে ভেঙে পড়ে তারা। এরপর তারা স্বীকার করে নেয় যে ভিডিওটিতে যে দুই জন মহিলাকে দেখা গেছে সেটা তারাই। নিজেদের অপরাধ কবুল করে নেয় তারা। এরপর এন্টালির থানার পুলিশ দুই ছাত্রীকে গ্রেফতার করে।
ধৃত ওই দুইজন প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে ভিডিওটি আপলোড করেছিলেন আহমেদ ডেন্টাল কলেজের দুই ছাত্র। পুলিশ তাদেরকেও জেরা করে। তাদের কথার সূত্র ধরে ৫জন সন্দেহভাজনকে তালিকায় রাখা হয়েছিল। যেখানে হাসপাতালের দুই কর্মীও ছিল।
এদিন কুকুছানা হত্যার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এন্টালি থানার সামনে বিক্ষোভও দেখায় পশুপ্রেমীরা। যেখানে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
Published on: জানু ১৫, ২০১৯ @ ২১:০৪