ডা. সৌমিত্র পণ্ডিত
Published on: আগ ২৫, ২০১৮ @ ১৬:১৪
এসপিটি নিউজ, কলকাতা, ২৫ আগস্টঃ আমরা অনেক খবর দেখে বা পড়ে বিস্মিত হই – অবাক হই। সেইরকম এক চমকে দেওয়া ঘটনা আপনাদের জানাব।
নাম তার “মাসি”- ভাবছেন এ আবার নতুন কি! আছে তাই কলম ধরলাম। অবাক করা ঘটনা হল – শুনেছি “মায়ের চেয়ে মাসির দরদ বেশি”- সত্যিই তাই। এ “মাসি” আর কেউ নয় বিড়াল। সবাই ভালবেসে নাম দিয়েছে “মাসি”। সাদা-হলুদ গায়ের রঙ। বছর তিনেকের এই বিড়াল সঙ্গে সাতটি বাচ্চা। পাশের মাছ-মাংসের দোকানদারকে জিজ্ঞাসা করে জানলাম- ও হলো মাসি। ওর একটি বাচ্চা। আমি বললাম- ওর কাছে যে সাতটি বাচ্চা দুধ খাচ্ছে তাহলে!দমদম বেদিয়াপাড়ায় একটি বাজারে এই ঘটনা অনেকের নজর এড়িয়ে গেলেও আমাকে মুগ্ধ করেছে।
দোকানি বললেন- বাকিগুলি কেউ বা কারা রাতের অন্ধকারে ওর কাছে দিয়ে গিয়েছে। অবাক হয়ে অনেকক্ষণ দেখলাম। প্রাণী চিকিৎসক হওয়ার সুবাদে নজরটা একটু আটকে গেল এই “মাসি” নামের বিড়ালটির দিকে। যখন বাচ্চাগুলিকে আপন করে গায়ে হাত বোলাতে বোলাতে দুধ খাওয়াচ্ছিল ভাবছিলাম বাড়ি ফিরে আগে এই খবরটি “সংবাদ প্রভাকর টাইমস”-এ পাঠাবো। না হলে মনের আবেগ আর এই “মাসি”র ভালোবাসার খবর সুপ্ত থেকে যাবে। সত্যিই এক সন্তানের জন্ম দিয়ে এই “মাসি” আজ সাত সন্তানের জননী- এটাই নাকি ওর ধরন।
আরও জানতে পারলাম- এই “মাসি” যেখানে থাকে তার আশপাশে কোনও কুকুর আসতে পারে না। বাচ্চাদের গায়ের কাছে আসার চেষ্টা করলে ও মারামারি করে সবাইকে তাড়িয়ে দেয়। সত্যিই “মানুষের ভালোবাসা” আর এই অবলা প্রাণীর ভালোবাসার মধ্যে কত তফাৎ, পাঠকরাই বলুন।
Published on: আগ ২৫, ২০১৮ @ ১৬:১৪