লোহার সেতুর বদলে এবার হবে পাকা সেতু, মন্ত্রীর হাতে হয়ে গেল শিলান্যাসও

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: অক্টো ৭, ২০১৮ @ ১৭:৪৮

এসপি্টি নিউজ, শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ শিলিগুড়ি থেকে মাটিগাড়া কম সময়ে যাতায়াতের জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা নিল।পঞ্চনই নদীর উপর লোহার সেতুটির পরিবর্তে এবার তারা পাকাপোক্ত সেতু নির্মাণের কাজে হাত দিতে চলেছে। রবিবার সেই কাজেরই শিলান্যাস করে ফেললেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

শিলিগুড়ি পুরনিগম এর ৪৭নং ওয়ার্ড এর পাতিকলোনির বাসিন্দাদের এমনটাই দাবি ছিল। কারণ, এতদিন মাটিগাড়া যেতে হলে পঞ্চনই নদীর উপর বাম আমলে তৈরি হওয়া লোহার সেতু ব্যবহার করতে হত।কিন্তু সেতুটির অবস্থা এখন এতটাই খারাপ তা যে কোনও সময় ভেঙে পড়তে পারে। আর তাই রাজ্য সরকার স্থানীয় বাসিন্দাদের দাবিকে অগ্রাধিকার দিয়ে সেখানে এবার পাকাপোক্ত একটি কংক্রিটের সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

সেতু নির্মাণ করতে পুর্ত দফতর পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে। পুজোর পরেই সেতু নির্মাণের কাজ শুরু হবে।

Published on: অক্টো ৭, ২০১৮ @ ১৭:৪৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 7