
পাসপোর্ট র্যাঙ্কিং-এ ভারত এখন ৮৫ নম্বর স্থানে
সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করেছে নিউজিল্যান্ড। এরপর আছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপ
Published on: জানু ২৮, ২০২৫ at ১৩:২৭
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জানুয়ারি: ভিসা বাতিলের জন্য ২০২৪ সালে ভারতীয়দের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। একদিকে যখন ভারত বিশ্বে পঞ্চম অর্থনৈতিক দেশ হিসাবে নিজেকে তুলে ধরছে ঠিক সেইসময় ইউরোপ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড থেকে সবচেয়ে বেশি ভিসা বাতিল করা হয়েছে ভারতীয়দের। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০২৪ সালে ভিসা বাতিলের হার ভারতীয়দের ২০১৯ সালের তুলনায় অনেকটাই কমেছে। এশিয়ার সংযুক্ত আরব আমিরশাহীতে ভ্রমণের জন্যও ভারতীয়দের ভিসা বাতিলের হার বৃদ্ধি পেয়েছে। ফলে এখন ভারতীয়দের কাছে থাইল্যান্ড, ভিয়েত্নাম এবং শ্রীলঙ্কা শীর্ষ ভ্রমণ গন্তব্য হিসাবে জনপ্রিয় হচ্ছে।
আসলে ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া খুব কঠোর করা হয়েছে। সেই প্রক্তিয়ায় অনেকেই সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকেই ভিসা নেওয়ার জন্য নির্দিষ্ট টাকাও জমা করে দিচ্ছেন। কিন্তু ভিসা বাতিলের পর আর সেই টাকা তারা ফেরত পাচ্ছেন না। এটাই নাকি নিয়ম। আপনি যদি প্রয়োজনীয় তথ্য জমা করতে না পারেন সেক্ষেত্রে ভিসা বাতিল করা হবে। কোনও কোনও দেশের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা জমা করার কথা বলা হয়েছে। যুক্তরাজ্য তার মধ্যে অন্যতম। তাই ভিসা বাতিলের ক্ষেত্রে ভারতীয়দের এই দেশে ভ্রমণে সবচেয়ে বেশি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।
২০২৪ সালে ভারতীয়দের সবচেয়ে বেশি ভিসা বাতিল হয়েছে নিউজিল্যান্ডে। ২০০৯ সালে যেখানে ১২.৮% ভিসা বাতিল হয়েছিল ২০২৪ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫%। এরপর আছে অস্ট্রিলায়, শেগেন এলাকা মানে ইউরোপ এবং যুক্ত্রাজ্য। আছে যুক্তরাষ্ট্র। কোন দেশে ভারতীয়দের ভিসা বাতিলের হার কত তা নিচে দেওয়া হল-
- মার্কিন যুক্তরাষ্ট্র-২৮.০% (২০০৯) এবং ১৬.০% (২০২৪),
- অস্ট্রেলিয়া- ১৫.৭% (২০০৯) এবং ২৯.৩% (২০২৪),
- নিউজিল্যান্ড- ১২.৮% (২০০৯) এবং ৩২.৫% (২০২৪),
- শেগেন এলাকা- ১০.৮% (২০০৯) এবং ১৫.৭% (২০২৪),
- যুক্তরাজ্য- ১০.৭% (২০০৯) এবং ১৭.০% (২০২৪)
২০২৪ সালে ভিসা বাতিলের জন্য ভারতীয়দের ৭৭ মিলিয়ন ডলার মানে ৬৬৪ কোটি তাকা ক্ষতি হয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপে থেকে বেশিরভাগ ভিসা প্রত্যাখ্যান হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রত্যাখ্যানের হার ১% থেকে বেড়ে ৬% হয়েছে।উচ্চাকাঙ্ক্ষী গন্তব্যে ভ্রমণকারী ভারতীয়দের ভিসা প্রত্যাখ্যান বেড়েছে। অথচ এই দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কিন্তু বেশ ভাল। তাহলে কেন ভারতীয়দের ভিসা বাতিলের হার এই দেশগুলিতে বেড়ে চলেছে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে।
গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসে আড়াই কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করছেন। যা ২০১৯ সালের চেয়ে ১২ শতাংশ বেশি। তবে সেই অনুপাতে ভিসা বাতিলের হারও বেড়েছে অনেক বেশি। এর ফলে ভারতীয়দের কাছে এই মুহূর্তে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা এখন শীর্ষ ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। যার পুরো ফায়দা তুলে নিচ্ছে এই দেশগুলি। বিদেশে ভ্রমণ করানো এখানকার ট্রাভেল এজেন্সিগুলিও এখন এই তিনটি দেশের পাশপাশি ভুটানেও ট্যুর করার দিকে ঝুঁকেছে।
তবে আরও একটি গুরুত্বপ[ঊর্ণ বিষয় সামনে এসেছে- তা হল, এই মুহূর্তে বিশ্বে পঞ্চম অর্থনীতির দেশ ভারত পাসপোর্ট ক্রম তালিকায় নেমে গিয়েছে একেবারে নীচের সারিতে। ভারতের স্থান হয়েছে ৮৫ নম্বর। যেখানে আমাদের থেকে দুর্বল কসোভো ৬৩ নম্বরে, কিউবা ৮০, বুর্কিনো ফাসো ৮২তম স্থানে অবস্থান করছে।
তাহলে ২০২৫ সালে ভারতীয়রা ভিসা বাতিল হওয়া দেশগুলিকে এবার ভ্রমণের জন্য প্রত্যাখান করতে চলেছে, নাকি ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেবে। তাহলে কি ২০২৪ সালের তুলনায় ভারতীয়রা ভিসা বাতিলের জন্য এই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে? এই সমস্ত প্রশ্নের জবাবের জন্য আমাদের সামনের দিনগুলির দিকে তাকিয়ে থাকতে হবে।
Published on: জানু ২৮, ২০২৫ at ১৩:২৭