Published on: নভে ৯, ২০২৪ at ০৯:৫৬
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, ত্রিবেণী (হুগলি), ৮ নভেম্বর : ঐতিহাসিক ছোট্ট শহর হুগলি জেলার ত্রিবেণী শহরে আজ চাকলা থেকে আনা বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠিত হল ত্রিবেণী লোকনাথ মন্দিরে। মূর্তিটির উন্মোচন করেন ত্রিবেণী সীতারাম মঠের ত্রিদন্ডী স্বামী গৌর রামানুজ জীয়র মহারাজ(সাধক)। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন চাকলা মন্দির প্রতিষ্ঠান সদস্য ও বাবার নাম প্রচারক নবকুমার দাস। তিনি সকলকে আগামী ১৬ নভেম্বর লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা
মূর্তি উন্মোচন উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে দুই দিন ধরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমদিন সক্লালে মন্দিরে চাকলা থেকে আনা লোকনাথ বাবার অসাধারণ মূর্তি প্রতিষ্ঠা হয় হোমযজ্ঞের মাধ্যমে। এরপর সন্ধ্যায় মূর্তিরটির উন্মোচন করেন হুগলি জেলার ত্রিবেণী সীতারাম মঠের ত্রিদন্ডী স্বামী গৌর রামানুজ জীয়র মহারাজ(সাধক)। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি
এরপর উপস্থিত চাকলা ট্রাস্টি কমিটি ও চাকলা মন্দির পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্য লোকনাথ বাবার মন্দিরের প্রতিনিধিদের বিশেষ মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। যাদের সম্মান জানানো হয় তারা হলেন- ত্রিবেণী সীতারাম মঠের ত্রিদন্ডী স্বামী গৌর রামানুজ জীয়র মহারাজ(সাধক), চাকলা মন্দির প্রতিষ্ঠান সদস্য ও বাবার নাম প্রচারক নবকুমার দাস। এছাড়াও ছিলেন- চাকলা ট্রাস্টি কমিটির সভাপতি সুমিত রায়, চাকলা ট্রাস্টি কমিটির কোষাধ্যক্ষ স্বপন সেন, চাকলা ট্রাস্টি কমিটির সহ –সভাপতি রীনা দত্ত, চাকলা পরিচালন কমিটির সদস্য অচ্যুত রায়, চাকলা পরিচালন কমিটির সদস্য (উত্তরপাড়া) কাশীনাথ চন্দ, কালীঘাট লোকনাথ মন্দিরের গঙ্গাধর বসাক, স্বপ্নপূরণ চ্যারিটেবল ট্রাস্টের সুজাতা রায়, সুমুরালি লোকনাথ মন্দিরের সম্পাদক মধুসূদন মন্ডল, চাকলা পরিচালন কমিটির সদস্য (কাঁচরাপাড়া) সুদামা সিং, শ্যামলী পরিবহনের অবনী ঘোষ, কোন্ননগর বাবা লোকনাথ সেবাশ্রমের সুজিত রাহা, হাওড়া সালকিয়া লোকনাথ পরিবারের সদস্য দিব্যেন্দু সাহা, বেলঘরিয়া নাদননগর সেবানিকেতনের বরুণ আইচ, সৌমিত্র ঘোষ, বাসুদাস গোঁসাই, নদিয়া জেলার মোহনপুর লোকনাথ ভক্তবৃন্দের পক্ষে সঞ্জীব কুন্ডু সহ অনেকে।
অসাধারণ আধ্যাত্মিক ভাবের বক্তব্য তুলে ধরেন ত্রিবেণী সীতারাম মঠের মহারাজ
এদিন বাবা লোকনাথের মূর্তির উন্মোচন করে ত্রিবেণী সীতারাম মঠের ত্রিদন্ডী স্বামী গৌর রামানুজ জীয়র মহারাজ(সাধক) দীর্ঘ পঁচিশ মিনিট ভাগবদ্গীতা সহ বেদান্তের নানা শ্লোকের মাধ্যমে এও অসাধারণ অধ্যাত্মিক ভাবের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন- এই জগতে ঈশ্বরই মালিক। তিনি চাইলে সব হয়। তাঁর ইচ্ছাতেই সব কিছু ঘটে চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথ থেকে নেমে যেতে বললেন অর্জুন পালটা প্রশ্ন করে কারণ জানতে চান। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে ধমক দিয়ে ফের রথ থেকে নেমে যেতে নির্দেশ দেন। দেখা যায় তারপর রথ থেকে নেমে যান ভগবান শ্রীকৃষ্ণ। কিছু সময়ের মধ্যে অর্জুন্ দেখে যে যে রথে চেপে যুদ্ধ ক্রেছিলেন সেটা চোখের সামনে দাউ দাউ করে পুড়ে গেল। তখন শ্রীকৃষ অর্জুনকে বলেন যে তোমার রথটি অনেকে আগেই পুড়ে গিয়েছিল তারপর এই মায়ারুপি রথেই তুমি যুদ্ধ করেছো। এখন এর প্রয়োজনীয়তা ফুড়িয়েছে । তাই এবার এটি বিদায় নিল। আসলে আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যা প্রয়োজন ফুরোলে বিদায় নেয়।
ত্রিবেণী লোকনাথ সেবানিকেতনের সম্পাদক সুব্রত মুখার্জির বক্তব্য
এর আগে অবশ্য ত্রিবেণী লোকনাথ সেবানিকেতনের সম্পাদক সুব্রত মুখার্জি ত্রিবেণী লোকনাথ মন্দিরের সম্পর্কে বলেন। তিনি বলেন, একটা সময় এখানে মাটির ছিল। এখন হয়েছে পিচের রাস্তা। আমাদের এই মদনিরও এখন নতুনভাবে কংক্রিটের গড়ে উঠেছে। আসলে সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়। আজ যেমন অ্যাংলোসুইস ঘড়িও নেই, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের খবর পড়ার সেই পুরনো রেডিও নেই, সাদা-কালো তেলিভিশন সেটও নেই। সনই আজ বিদায় নিয়েছে। তবে এই মন্দির বাবা লোকনাথের ক্ররপাতে তাঁর ইচ্ছাতেই গরে উঠেছে। একই সঙ্গে এই মন্দির এবং মূর্তির জন্য চাকলা মন্দির কমিটির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ত্রিবেণী লোকনাথ সেবানিকেতনের সম্পাদক।
বাবা লোকনাথের জন্মস্থান চাকলায় আসার আহ্বান বাবার নাম প্রচারক নবকুমার দাসের
চাকলা লোকনাথ প্রতিষ্ঠান সদস্য ও বাবার নাম প্রচারক নবকুমার দাস বলে, আমি বাবা লোকনাথ নাম ছাড়া কিছুই বুঝি না। সবাইকে বলব আপনারা বাবা লোকনাথের নাম ক্রুন। বাবা সব কিছুই শুনছে। বাবা চাইলে সব হবে। বারদিতে বাবার জন্মস্থান নিয়ে আদালতে মামলা উঠেছিল। সেখানে বাবা নিজের মুখে বলেছিলেন তাঁর জন্মস্থান চাকলা। সেই থেকে আমরা চাকলাকেই বাবার জন্মস্থান হিসাবে মানি। বাংলাদেশে বাবা লোকনাথের এখন প্রায় দেড়া হাজারেরও বেশি মন্দির গড়ে উঠেছে। আমি বাংলাদেশে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে যাওয়া-আসা করছি। সেখানে বাবা লোকনাথকে ঘিরে যে উন্মাদনা দেখেছি তা অভূতপূর্ব। তাই আপনাদের বলি, আপনারা আসুন বাবার জন্মস্থান পুন্যভূমি চাকলাধামে।
Published on: নভে ৯, ২০২৪ at ০৯:৫৬