বসন্ত উৎসবে রাঙিয়ে দিল TOWA, হল TRAVELLATION-এর সূচনা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

জুলাই মাসের ৬,৭ ও ৮ তারিখে TOWA আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক মানের এক ভ্রমণ ও পর্যটন প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে “গ্লোবাল ট্রাভেল মার্ট” (GTM)।

Published on: মার্চ ১৯, ২০২৪ at ২৩:৪৬

Reporter: Aniruddha Pal & Joydeep Roy

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ মার্চ:  ভ্রমণ ও পর্যটন জগতে ২০২৪ সালের ১৯ মার্চ দিনটি স্মরণীয় হয়ে রইল এক বিশেষ কারণে। কারণ এই দিনে বসন্ত উৎসব উদযাপনের মধ্যে দিয়ে ভ্রমণ ও পর্যটন জগতে একই সঙ্গে নবজন্ম হল নতুন এক পর্যটন সংস্থা “ট্রাভেল অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (TOWA) এবং নতুন আন্তর্জাতিক মানের ট্রাভেল ম্যাগাজিন “TRAVELLATION” এর। কলকাতায় আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এর শুভসূচনা করা হয়। একই সঙ্গে আগামি জুলাই মাসের ৬,৭ ও ৮ তারিখে TOWA আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক মানের এক ভ্রমণ ও পর্যটন প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে “গ্লোবাল ট্রাভেল মার্ট” (GTM)।

অতিথিদের উষ্ণ সম্বর্ধনা

মঙ্গলবার ১৯ মার্চ কলকাতায় আইসিসিআর-এ রীতিমতো ভ্রমণ ও পর্যটন জগতের চাঁদের হাট বসেছিল। সেখানে হাজির ছিলেন ইন্ডিয়া ট্যুরিজমের জ্যোতির্ময় বিশ্বাস,  রাজস্থান পর্যটন বিকাশ নগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক ও তথ্য ও জন্সংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিংলাজ দন রত্নু, মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের কলকাতার আধিকারিক অভিজিৎ ধর, ছত্তিশগড় পর্যটনের কলকাতার আধিকারিক চিন্ময় দাশগুপ্ত, ত্রিপুরা পর্যটনের অতুল চন্দ্র বর্মন, সিকিম পর্যটনের আধিকারিক। ছিলেন “এন্টারপ্রাইজিং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন “ এর পূর্ব ভারতের চেয়ারম্যান কৌশিক ব্যানার্জি, “ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল”এর প্রাক্তন সম্পাদক অমিতাভ সরকার। ছিলেন এদিনের বসন্ত উৎ সবের মুখ্য আকর্ষক বিশিষ্ট নৃত্য শিল্পী ড. অমিতা দত্ত। “তোয়া’র সভাপতি মদন আগরওয়াল, সম্পাদক কমল কিশোর গুপ্তা সহ তোয়া’র সদস্যরা এদিন সম্মানীয় সমস্ত অতিথিদের প্রথমে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এরপর স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

তোয়ার সভাপতি মদন আগরওয়াল জানালেন তাদের লক্ষ্য

‘তোয়া’র সভাপতি মদন আগরওয়াল জানান, ‘ট্যুর অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ তাদের একেবারে নতুন সংগঠন। তাদের লক্ষ্য- পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের পর্যটন শিল্পকে তুলে ধরা এবং তাকে সাধারণের মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কাজকেই তারা বেশি করে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন সংস্থার সঙ্গে এক নিবিঢ় মেলবন্ধন ঘটানোর দিকেও তাদের নজর থাকছে। সেই দিকে লক্ষ্য রেখে আগামী ৬, ৭, ৮ জুলাই কলকাতায় তারা ‘গ্লোবাল ট্রাভেল মার্ট’ নামে এক আন্তর্জাতিক মানের ভ্রমণ ও পর্যটনের প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। সেখানে দেশ ও বিদেশের একাধিক পর্যটন সংস্থা অংশ নেবে বলে চূড়ান্ত হয়েছে।

নিজের দেশকে বেশি করে চিনুন আর দেখুন- এবিটিও

অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটর্স (এবিটিও)-র প্রতিনিধি বলেন- “আমি সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরেছি। কিন্তু আমাদের দেশে এত জিনিস আছে যা আর অন্য কোথাও নেই। ‘দেখো আপনা দেশ’ এই স্লোগানকে সামনে রেখে আমাদের পর্যটন এখন ছুটতে শুরু করেছে। আমরা চাইছি যে আগের আপনি নিজের দেশকে দেখুন। নিজের দেশকে চিনুন। এই দেশে অনেক কিছু আছে যা বিশ্বের আর কোথাও তা নেই। সেইসব জায়গায় চলুন দেখুন নিজের দেশকে প্রাণ ভরে। নতুন ভ্রমণের স্বাদ নিন আর ভ্রমণের আনন্দ উপভোগ করুন।

‘ট্রাভেলেশন’ এর আনুষ্ঠানিক প্রকাশ

এদিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল – নতুন বিটুবি ট্রাভেল ম্যাগাজিন “ট্রাভেলেশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন। তোয়া’র বসন্ত উৎসবের মঞ্চে এদিন তার আনুষ্ঠানিক প্রকাশ হয়। “ট্রাভকানেক্ট” মিডিয়া’র পক্ষ থেকে এই ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। মঞ্চে ট্রাভকানেক্টের সিইও অভিষেক চৌধুরী বলেন- এপ্রিল মাস থেকে আমাদের ম্যাগাজিন প্রিন্ট আকারে আসছে। তবে এটি বিটুবি ম্যাগাজিন। অর্থাৎ ট্রাভেল ও ট্যুরিজম জগতের ব্যবসায়ীর মধ্যেই এই ম্যাগাজিনের বিস্তার ঘটানো হবে। আমাদের লক্ষ্য হল- একজন   ট্রাভেল ব্যবসায়ীর সঙ্গে অপর ট্রাভেল ব্যবসায়ীর সংযোগ তৈরি করা। এদিনের মঞ্চে অন্যান্যদের মধ্যে ছিলেন ‘ট্রাভেলেশন” ম্যগাজিনের প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল।

বিশিষ্ট নৃত্যশিল্পী ডা. অমিতা দত্ত-এর বসন্ত আবাহন

তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী ডা. অমিতা দত্ত এবং আনন্দ চন্দ্রিকা ট্রুপ-এর নৃত্য পরিবেশন। ধ্রুপদী সঙ্গীতের পাশপাশি রবীন্দ্র সঙ্গীতের আবহে তারা এদিন অসাধারণ  নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসবের সুচনা করেন। এদিন তাদের সঙ্গে নাচের তালে তাল মেলাতে দেখা যায় বিদেশি পর্যটকদেরও, যা ‘তোয়া’র অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দেয়।

হিংলাজ দন রতনু জানালেন শুভেচ্ছা

রাজস্থান পর্যটন বিকাশ নগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক ও কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জন সংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিংলাজ দন দন রতনু এদিন নতুন এই সংগঠন ‘তোয়া’র সাফল্য কামনা করে বলেন- আজ মদন আগরওয়াল ও ও তার পুরো টিম যে নতুন সংগঠনের সূচনা করলেন তার জন্য রাজস্থান পর্যটন বিকাশ নগমের পক্ষ থেকে আমার শুভেচ্ছা। ‘বসুধৈব কুটুম্বকম’ এই মন্ত্রকে সঙ্গে নিয়েই আমাদের কাজ। একই সঙ্গে জানাই, পর্যটনের বিস্তারে এধরনের সংগঠন বেশি করে কাজ করবে এমনটাই আশা রাখি। পাশাপাশি তিনি এদিন নতুন ট্রাভেল ম্যাগাজিন ‘ট্রাভেলেশন’ এর আনুষ্ঠানিক সূচনাকে সাধুবাদ জানিয়ে বলেন- এধরনের ম্যাগাজিন  যত বেশি আসবে তত পর্যটনের পক্ষে মঙ্গল। লেখার আকারে প্রকাশিত হওয়া পর্যটনের নানা তথ্য বঘুদিন পর্যন্ত সুরক্ষিত থাকে আর মানুষ তা থেকে অনেক কিছু জানতে পারে। আমি ট্রাভেশনের নয়া যাত্রা জন্য শুভেচ্ছা জানাই।

 

Published on: মার্চ ১৯, ২০২৪ at ২৩:৪৬

 


শেয়ার করুন