টাফি’র জাতীয় কমিটিতে অনিল পাঞ্জাবি, পূর্বাঞ্চলের নয়া চেয়ারম্যান বিলোলাক্ষ দাশ, সেক্রেটারি অভিজিৎ ধর

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: আগ ২৯, ২০২৩ @ ২১:১৬
Reporter: Aniruddha Pal
Photographer: Joydeep Roy

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ আগস্ট: ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র পূর্বাঞ্চলের নয়া কমিটি ঘোষিত হল আজ। কলকাতায় গঙ্গাবক্ষে অবস্থিত ফ্লোটেল-এ আয়োজিত টাফি মিট ২০২৩ এ নয়া কমিটি ঘোষণা করেন টাফি’র পূর্ববর্তী চেয়ারম্যান(পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি। নতুন কমিটিতে চেয়ারম্যান হয়েছেন সিটি ট্রাভেলস-এর বিলোলাক্ষ দাশ, সেক্রেটারি হয়েছেন আল্পস ট্যুরিজম-এর অভিজিৎ ধর এবং যাত্রী ট্রাভেলস-এর অনিতা গুপ্ত হয়েছেন ট্রেজারার।

তবে অনিল পাঞ্জাবিকে টাফি আরও বড় দায়িত্ব দিতে চলেছে।টাফি’র জাতীয় কমিটিতে স্থান পেতে চলেছেন তিনি। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা হতে চলেছে। তার আগে এদিন অনিল পাঞ্জাবি নয়া কমিটির নাম ঘোষণার আগে বলেন- “আমি এই শহরকে ভালবাসি। আমার জন্ম এবং বেড়ে ওঠা এখানেই। তবে জাতীয় কমিটিতে ডাক পাওয়া নিয়ে তিনি খুবই খুশি। নয়া চেয়ারম্যান (পূর্ব ভারত) বিলোলাক্ষ দাশ উঠে দাঁড়িয়ে অন্যান্য সদস্য থেকে শুরু করে উপস্থিত সকলকে বলেন- অনিল পাঞ্জাবি টাফি’র পূর্ব ভারত থেকে জাতীয় কমিটিতে স্থান পেয়েছেন।অনিল পাঞ্জাবি বলেন- বিমান চলাচল আমার আবেগ। এরপরই তিনি নামগুলি ঘোষণা করেন – নয়া চেয়ারম্যান বিলোলাক্ষ দাশ, সেক্রেটারি অভিজিৎ ধর এনং যাত্রী ট্রাভেলস-এর অনিতা গুপ্ত হলেন কোষাধ্যক্ষ। আমি আশা করব যে আমাদের এই নয়া টিম আগামিদিনে খুব ভাল কাজ করবে।

এই সময় টাফি’র সেক্রেটারি অভিজিৎ ধর অনিল পাঞ্জাবির টাফি’র প্রতি দারিত্বের কথা সকলকে স্মরণ করিয়ে দেন বলেন যে তিনি দীর্ঘদিন টাফি’র পূর্বাঞ্চলের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে এসছেন। আমরা সকলেই তাকে এজন্য অভিনন্দন এবং প্রশংসা করছি। তাকে ছাড়া হবে না। আমরা তাকে সঙ্গে নিয়েই কাজ করব।তিনি আমাদেরই একজন। বিলোলাক্ষ দাশ বলেন- আমরা সকলেই একই টিমের সদস্য। তিনি পূর্ব ভারত থেকে জাতীয় কমিটিতে গেলেন। এটা আমাদের কাছেও ভাল খবর।

পুরনো সেই দিনের কথা স্মরণ করে বিলোলাক্ষ দাশ বলেন- “আমরা সেইসময় মাত্র দু’চারজন মিলে অম্বর হোটেলে সভা করেছিলাম। সালটা সম্ভবত ১৯৯০ হবে। আমি, অনিল পাঞ্জাবি সহ দু’চারজন মিলে টাফি শুরু করেছিলাম। আমাদের দীর্ঘ পথ চলা।এটা নিয়ে যেতে গিয়ে ভাবনার পরিবর্তন হয়েছে। আপনার সমস্ত সমর্থন প্রয়োজন আমাদের। প্রধান চিন্তা যেটা তা হল যোগাযোগের খুবই প্রয়োজন আছে। বর্তমান পরিস্থিতিতে সমাজে ট্রাভেল এজেন্টদের ভূমিকা পরিবর্তন হয়েছে। আমরা সেগুলি প্রস্তুত করেছি এবং আপলাইনের উত্তর দিয়েছি।আমরা পরিষেবা প্রদানকারী নই এবং আমরা স্ব-পণ্য তৈরি করি না।”

এই মুহূর্তে টাফি’র সদস্য সংখ্যা ৪০-এর কাছাকাছি। এটা আইএটিএ-র সদস্য সংখ্যা সমেত। তবে এর বাইরে ধরলে সংখ্যাটা ৭০-এর কাছাকাছি, বলেন অনিল পাঞ্জাবি।

Published on: আগ ২৯, ২০২৩ @ ২১:১৬


শেয়ার করুন