বিশ্ব পর্যটন দিবস উদযাপনে টাফি ও এটিএসপিবি, আছে ইন্ডিয়া ট্যুরিজমও

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৭, ২০২৩ at ০১:২৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ সেপ্টেম্বর:  কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া(টাফি) এবং অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গল (এটিএসপিবি) নিজেদের মতো করে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করছে। দু’দিন আগেই কলকাতায় টাফি কেক কেটে আগাম উদযাপন করেছে দিনটি। এটিএসপিবি ভারত সরকারের পর্যটন মন্ত্রকের কলকাতায় ইন্ডিয়া ট্যুরিজম-এর সঙ্গে যৌথভাবে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

২৫ সেপ্টেম্বর কলাকাত্য কেনিলওয়ার্থ হোটেলে টাফি তাদের অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের জন্য বিশেষ কেক তৈরি করেছিল। কেকটি’তে লেখা ছিল ‘ট্রাভেল দ্য ওয়ার্ল্ড’। তার নীচে ছিল ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ডে’। একেবারে নীচে লেখা ছিল টাফি। অনুষ্ঠানে ্টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবির ব্যবস্থাপনায় কেক কেটে উদযাপন করা হয়। ছিলেন টাফি’র চেয়ারম্যান ৯পুর্ব ভারত) বিলোলাক্ষ দাশ সহ অন্যান্যরা। টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- এবছর ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা ইউএনডবল্যু্টিও’র থিম হল –‘ট্যুরিজম এন্ড গ্রিন ইনভেস্টমেন্ট’।সেই দিকে লক্ষ্য রেখেই এদিন আমরা কেকটি তৈরি করেছি। সেখানে সবুজের আভা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে সবুজায়নই পারে বিশ্বকে রক্ষা করতে। বিশ্ব পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হলে সবুজায়ন অত্যন্ত আবশ্যক।

এটিএসপিবি এবং ইন্ডিয়া ট্যুরিজম যৌথভাবে দিনটি উদযাপন করছে। কলকাতায় ইন্ডিয়া ট্যুরিজমের অফিস্বের সামনে দিনটি উদযাপন করা হবে। এরপর তাদের সুন্দরবনে একদিনের একটি যাত্রার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ১০০জন স্কুলছাত্র, ২০জন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা মিলে সুন্দরবনে সবুজায়নের লক্ষ্যে ম্যানগ্রোভ গাছ লাগাবে।একই সঙ্গে ঝুমুর নৃত্য পরিবেশিত হবে।পরে ‘ট্যুরিজম এন্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বিষয়ে এক আলোচনা সভা আয়োজিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এটিএসপিবি-র সভাপতি সত্যজিৎ মজুমদার।

Published on: সেপ্টে ২৭, ২০২৩ at ০১:২৫


শেয়ার করুন