TAFI : কলকাতার এজিএম-এ চেয়ারম্যান অনিল পাঞ্জাবির নেতৃত্বে খুলতে চলেছে ভ্রমণ ব্যবসার এই দিকগুলি

Main অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

আগামী 27শে আগস্ট আমাদের টাফি’র এজিএম অনুষ্ঠিত হতে চলেছে ITC Royal Bengal-এ।

 ভ্রমণ ব্যবসায় এক নতুন দিক খুলতে চলেছে TAFI CONNECT নতুন পোর্টালের মাধ্যমে।

উপস্থিত থাকার কথা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুস বাকনার।

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: আগ ২৫, ২০১৯ @ ২০:১২

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ আগস্ট: সারা দেশে ভ্রমণ বাণিজ্যের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলা। কলকাতায় গড়ে উঠেছে ভারত সেরা ‘সেভেন স্টার’ আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। কিছুদিন আগে হোটেলটির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাসাদোপম সেই সুদৃশ্য হোটেলেই এবার বসতে চলেছে ভ্রমণ বাণিজ্যের সঙ্গে যুক্ত নামিদামি সব শিল্পপতি-ব্যবসায়ী-উদ্যোগপতি-ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন এয়ারলাইন কোম্পানির প্রতিনিধিদের সভা। আর এই মহান কর্মযজ্ঞ হতে চলেছে টাফি (Travel Agents Federation of India)’র বাৎসরিক সাধারণ সভা (Annual Genaral Meeting) ঘিরেই। যার নেতৃত্বে রয়েছেন সংগঠনের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।তাঁর হাত ধরেই খুলতে চলেছে ভ্রমণ ব্যবসার এই দিকগুলি।

TAFI-র এজিএম নিয়ে চেয়ারম্যান অনিল পাঞ্জাবি  

টাফি ট্রাভেল এজেন্টদের একটি সর্বোচ্চ সংগঠন। যেখানে এজেন্টদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের ব্যবসাকে সুপথে চালিত করতে সহায়তা করে। যার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি প্রতিনিয়ত ভ্রমণ ব্যবসার প্রসারে দিনরাত পরিশ্রম করে চলেছেন। কলকাতায় কিভাবে এয়ারলাইন ব্যবসাকে আরও মজবুত করে তোলা যায় তা নিয়েও তাঁর চেষ্টার শেষ নেই। সেই চেষ্টারই একটি উদ্যোগ হল কলকাতায় এবার তাদের সংঠনের পূর্বাঞ্চলীয় বিভাগের বাৎসরিক সাধারণ সভার আয়োজন করা। এ সম্পর্কে চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- ” আগামী 27শে আগস্ট আমাদের এজিএম অনুষ্ঠিত হতে চলেছে আইটিসি রয়্যাল বেঙ্গল-এ। বছরে একবার হয় আমাদের এজিএম। সোশ্যাল ইভেন্ট থাকে। এখানে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা-পরিকল্পনা হয়। সদস্যরা তাদের সমস্যা নিয়ে যেমন বলতে পারে ঠিক তেমনই কি করা যেতে পারে সেই সম্পর্কেও পরামর্শ শোনা হয়। কলকাতায় কি ফ্লাইট আসছে সে সম্পর্কেও আলোচনা হবে এই সভায়।

প্রমোট করা হবে ITC Royal Bengal-কে

এই মুহূর্তে কলকাতায় তো বটেই সারা দেশের মধ্যে সেরা হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল- বলছিলেন অনিল পাঞ্জাবি। তাঁর লক্ষ্য খুবই পরিষ্কার – তা হল এই সভায় যোগ দিতে আসা পূর্ব ভারতের আগত সমস্ত নামি-দামি শিল্পপতিদের এই হোটেলটিকে নজরে আনা এবং তাদের সামনে এই নব নির্মিত প্রাসাদোপম হোটেলের গুণগত মান তুলে ধরা। যাতে করে কলকাতা সম্পর্কে বাইরের রাজ্যের শিল্পপতিদের নজর বাড়ে এবং ভ্রমণ ব্যবসার মাধ্যমে রাজ্যের রাজস্ব যাতে বৃদ্ধি করা যায়। অনিল পাঞ্জাবি বলেন- “আমি সব সময় বলছি যে আপনাকে রুম সম্পর্কে একটু নেটওয়ার্কিং করতে হবে। আমাদের কিছু ফেয়ার থাকে বাইরে। তা আমরা চাইছি রয়্যান বেঙ্গলকে শোকেস করে যদি বিক্রি করা যায়। সেলস ম্যানেজার সে সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেবেন। কলকাতায় এত ভালো হোটেল আগে দেখিনি।”

পৃথিবীর যে কোনও প্রান্তের হোটেল বুক করতে পারবেন ঘরে বসেই

এর পাশাপাশি ওই সভায় টাফি আরও একটা বড় ধরনের পরিকল্পনা প্রকাশ করতে চলেছে। এর পিছনেও রয়েছে টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবির ভ্রমণ ব্যবসা সম্পর্কে সুদূরপ্রসারি চিন্তাভাবনা। তারই প্রকাশ ঘটাতে চলেছেন তিনি। বলেন- “আমাদের টাফিতে বহুদিনের একটা ইচ্ছা ছিল যে একটা পোর্টাল শুরু করার। সারা ভারত জুড়ে। একটা ওয়েবসাইট থাকবে সেখানে পোর্টালটা থাকবে। নাম দিয়েছি টাফি কানেক্ট। আমরা যেটা শুরু করেছি হোটেল দিয়ে। গোটা পৃথিবীর নানা প্রান্তের সমস্ত ধরনের হোটেল আপনি ওই পোর্টালে গিয়ে বুক করতে পারেন।এটি যিনি তৈরি করেছেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার প্রবীণ। মারা গেছেন। বেশ দুঃখজনক ঘটনা।ওর মেয়ে আছে যিনি কাজটা করেছেন। অলরেডি অনেক শহরে এটি শুরু হয়ে গেছে। কলকাতায় ওইদিন পোর্টালটি আত্মপ্রকাশ করছে।ঐদিনের সভায় এই সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে। কিভাবে ভ্রমণ ব্যবসা করা যায়, কি লাভ আছে এই সব। বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস বিষয়টি মাথায় থাকে। আমাদের এজেন্টদের আইডেন্টিটি নিয়ে নেবে সেখান থেকে সব বিক্রি করতে পারবে। ভালো রেট পাবে।”

ভাব বিনিময় করবেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার

ঐদিনের সভায় টাফির চেয়ারম্যান আরও একটা বড় উদ্যোগ নিয়েছেন- তা হল, ব্রিটিশ ডেপুটি হাইকমিশন মিস্টার ব্রুস বাকনারকে সভায় প্রধান অতিথি হিসেবে হাজির করা। এর পিছনেও রয়েছে আমাদের দেশের ভ্রমণ ব্যবসাকে কিভাবে আরও প্রসার লাভ করানো যায় তা নিয়ে আলোচনা।  অনিল পাঞ্জাবি বলেন- “আমরা মিস্টার বাকনার সাহেবে অনুরোধ জানিয়েছি ওইদিনের সভায় হাজির থাকতে। আমরা তাঁকে জানিয়েছি – আপনি আমাদের সভায় আসুন। দেখুন আমাদের কাজ। কিভাবে আমরা আমাদের দেশের ভ্রমণ ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছি। সেখানে আপনি একটু এসে আমাদের বলুন ক্রিকেট বিশ্বকাপে কি হয়েছিল। ইংল্যান্ডে কি পরিকল্পনা আছে, কি করা যেতে পারে; যদি ভিসা পরিবর্তনে কিছু করা যায় এইসব আর কি।”

Published on: আগ ২৫, ২০১৯ @ ২০:১২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 − = 39