TAFI চেয়ারম্যান অনিল পাঞ্জাবির মেয়ের বিয়ে, ইকো পার্কে ছিল বিশাল আয়োজন

দেশ বিনোদন রাজ্য
শেয়ার করুন

  • 14 নভেম্বর শিশু দিবসে কলকাতার ব্যবসায়ী  যোগেশ চৈথ্রামণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিল পাঞ্জাবির কন্যা স্বর্ণ।
  • ইকো পার্কের মিস্টিকা ব্যাঙ্কুয়েটে আয়োজিত হয়েছিল বিয়ের রিশেপশন অনুষ্ঠান।  

Reporter: Aniruddha Pal

Published on: নভে ১৯, ২০১৯ @ ২০:৫২

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ নভেম্বর:  সম্প্রতি হয়ে গেল কলকাতায় আরও এক নামি ব্যবসায়ী পরিবারের বিয়ের অনুষ্ঠান। ট্রাভেল এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবির একমাত্র কন্যা স্বর্ণ পাঞ্জাবির বিয়ে ঘিরে সেজে উঠেছিল ইকো পার্ক। মিস্টিকা ব্যাঙ্কুয়েটে হয়েছিল রিশেপশন-এর বিশাল আয়োজন।উপস্থিত ছিলেন সেলিব্রিটি জগতের একাধিক ব্যক্তিত্ব, আমলা থেকে দেশ-বিদেশের শিল্পপতি-ব্যবসায়ীরাও।

সাত পাঁকে বাধা পড়লেন স্বর্ণ ও যোগেশ

কলকাতারই ব্যবসায়ী পরিবার শ্রীমতী ঊষা ও কিশোর চৈথ্রামণির পুত্র যোগেশের সঙ্গে বিয়ে হল শ্রীমতী নীতা ও শ্রী অনিল পাঞ্জাবীর একমাত্র কন্যা স্বর্ণর। রাজ পোশাকেই বর-কনে বিয়ের স্থলে আসেন। সেখানেই হিন্দু রীতি মেনেই অগ্নিকে সাক্ষীকে রেখেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের সময় সেখানে দুই পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্ল্যেখযোগ্য-শ্রীমতী মায়া ও শ্রী মহাদেব পাঞ্জাবি এবং শ্রীমতী সীমা ও শ্রী জ্ঞান পাঞ্জাবি সহ পাঞ্জাবি পরিবারের সমস্ত আত্মীয়-স্বজন।

এআর-ইএস ট্রাভেলস প্রাইভেট লিমিটেড ছিল সক্রিয়

টাফির পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবির নিজস্ব একটি ট্রাভেল কোম্পানি আছে। যারা মূলত আন্তর্জাতিক ভ্রমণের ব্যবসা সংগঠিত করে থাকে। কলকাতার সঙ্গে এই পাঞ্জাবি পরিবারের যোগ কয়েক পুরুষ ধরে। কলকাতার সংস্কৃতি, কলকাতার ভাবনা, কলকাতার জীবনযাত্রা তাদের খুবই প্রিয়। মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থার দায়িত্বে ছিল তারা। অনিল পাঞ্জাবি জানালেন- কলকাতায় ইকো পার্কের মতো জায়গায় বিয়ের আয়োজন করতে পেরে খুবই খুশি। কলকাতা বিমানবন্দরের কাছে হওয়ায় স্থানটির গুরুত্ব অনেক বেড়ে গেছে।বিশেষ করে কলকাতায় এমন সুন্দর একটি স্থান যে গড়ে উঠেছে তা এখানে না এলে বোঝা যাবে না।বিয়ের রিশেপশনের জন্য ইকো পার্ক একেবারে আদর্শ জায়গা।

নিরামিষ আহারের হরেক আয়োজন

বিয়ের অনুষ্ঠানে ছিল হরেক রকমের খাবারে আয়োজন। সবই ছিল নিরামিষ। ছিল একাধিক খাবারের স্টল। নানা স্বাদের সফট ড্রিংক্সের পাশাপাশি ছিল স্ন্যাক্স জাতীয় হাজারো ধরনের খাবার। ছিল চাইনিজ-ভারতীয় ছাড়াও নানা রকমের সুস্বাদু খাবারের আয়োজন। ছিল একাধিক স্বাদের মিস্টি থেকে আইসক্রিমও। খাবারের স্টলে ছিল তৈরি করে দেওয়া খাবারের হরেক আয়োজনও। খাবারের পাশাপাশি ছিল বিনোদনমূলক অনুষ্ঠানও।সংবাদ প্রভাকর টাইমস-এর পক্ষ থেকে রইল ছবির এই অ্যালবাম।

Published on: নভে ১৯, ২০১৯ @ ২০:৫২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 − 54 =