দুর্ঘটনাস্থলে থেকে পুনরুদ্ধার প্রক্রিয়া দেখভাল করছেন রেলমন্ত্রী, চালু করে দিলেন একটি লাইনও

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুন ৪, ২০২৩ @ ১৯:৫১

এসপিটি নিউজ: এর আগে ভারতের কোনও রেলমন্ত্রীকে কোনও রেল দুর্ঘটনার পর দীর্ঘ সময় সেখানে পড়ে থাকার নজির আছে কিনা আমাদের জানা নেই। তবে বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা রেল দুর্ঘটনাস্থলে টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে উপস্থিত থেকে পুনরুদ্ধার প্রক্রিয়া দেখভাল করছেন।এই ছবি কিন্তু এখন সবাই দেখছেন। ইতিমধ্যে তিনি দাঁড়িয়ে থেকে আজ দুপুর ১২টা পাঁচ মিনিটে একটি লাইন চালু করে দিয়েছেন। তিনি আশা করছেন, বাকি সব লাইন আগামী বুধবার ভোরের মধ্যে চালু হয়ে যাবে। এদিন আরও একটি ছবি সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে যে রেলমন্ত্রী নিজে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কর্মরত শ্রমিকদের পিঠ চাপড়ে দিচ্ছেন। তাদের বাহবা দিচ্ছেন। যেভাবে দ্রুততার সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত লাইন মেরামতের কাজ সম্পন্ন করেছেন তার জন্য তিনি সমস্ত রেল শ্রমিকদের কুর্নিশ জানিয়েছেন।

ওড়িশার বালাসোর রেল দুর্ঘটনাস্থলে থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পুনরুদ্ধার প্রক্রিয়া দেখভাল করে চলেছেন।কিভাবে কত তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ এই লাইন দিয়ে ফের রেল চলাচল শুরু করা যায় রেলমন্ত্রী সেতাই করে চলেছেন। সারাক্ষণ তিনি রেল শ্রমিক, ইঞ্জিনিয়ার, অফিসার, টেকনিক্যাল পার্সন থেকে শুরু করে রেলের কর্মীদের সঙ্গে সমানভাবে কাজে তত্ত্বাবধান করে চলেছেন।ইতিমধ্যে তিনি দাঁড়িয়ে একটি লাইন দুপুর ১২টা নাগাদ চালু করে দিয়েছেন।

সংবাদ মাধ্যমকে রেলমন্ত্রী বলেছেন- একদিকে তদন্ত দ্রুত গতিতে চলছে। আর এক দিকে পুনরুদ্ধার প্রক্রিয়াও চলছে খুব দ্রুত। আমাদের এখন নজর পুনরুদ্ধার প্রক্রিয়ার উপর। কিভাবে কত তাড়াতাড়ি এই লাইন মেরামত করে ট্রেন চলাচল শুরু করা যায় সেদিকেই নজর দেওয়া হয়েছে। এখানে চারটি ট্র্যাক আছে- দুটি মেইন লাইন এবং দুটি লুপ লাইন। মেইন লাইনের কাজ সম্পন্ন হয়েছে। সন্ধ্যার মধ্যে এই ট্র্যাকের কাজ সম্পন্ন হয়ে যাবে। দ্বিতীয় ট্র্যাক চালু হয়ে গেছে। সমস্ত স্লিপার বিছিয়ে দেওয়া হয়েছে। এই কাজও আজ শেষ হয়ে যাবে। আশা করছি, বুধবার ভোরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। এই মেইন রুটকে খুব দ্রুত মেরামত ও পুনরুদ্ধার করা হচ্ছে। কবচের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কাল মমতাজি আপনাদের বলেছে, ওনার এই বিষয়ে যতটা জ্ঞান আছে তার ভিত্তিতেই উনি বলেছেন। এই বিষয়টা আলাদা। এই বিষয়ে পয়েন্ট বিষয়ের বক্তব্য আছে। ইলেকট্রনিক ইন্টারলকিং-এর কথা আছে। ইলেকট্রনিক ইন্টারলকিং যে বদল করা হয়েছে যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এর পিছনে যে কারণ আছে তা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে।তদন্তের কাজও চলছে। ইলেকট্রনিক ইকন্টারলকিং সিস্টেমের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর পিছনে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হবে।

আজ দুপুর একটায় একটি স্পেশাল ট্রেন ভদ্রক থেকে যাত্রা শুরু করেছে। এটি করমণ্ডল এক্সপ্রেসের পথে চেন্নাই পর্যন্ত যাবে। কটক, ভুবনেশ্বর সহ করমন্ডল এক্সপ্রেসের সমস্ত স্টপেজে দাঁড়াবে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ভুবনেশ্বর এইমস-এর ঊর্ধ্বতন চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন।তিনি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেন। তাদের সুচিকিৎসার বিষয়ে সব রকমের সহযোগিতা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল ঘুরে গিয়েছেন।, তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন।পরশু দুর্ঘটনার পর গতকাল ভোর থেকে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে পুনরুদ্ধার প্রক্রিয়া ততত্ত্বাবধান করে চলেছেন রেলমন্ত্রী অস্বিনী বৈষ্ণব। একজন সাধারণ রেলকর্মীর মতোই তিনি গতকাল থেকে দুর্ঘটনাগ্রস্ত লাইনের পাশে দাঁড়িয়ে থেকে দেখভাল করে চলেছেন।

কখনও তাকে দেখা গিয়েছে রেলকর্মীদের সঙ্গে পুনরুদ্ধারের বিষয়ে কথা বলতে। আবার কখনও দেখা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে লাইনের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে আলোচনা করতে। আবার কখনও দেখা গিয়েছে রেলের ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় পরামর্শ দিতে।

এদিন আরও একটা ছবি সামনে এসেছে – যখন একটি লাইন চালু হয়ে গেল তারপরই রেলমন্ত্রীকে দ্দেখা গিয়েছে রেলশ্রমিকদের দিকে এগিয়ে যেতে। তাদের পিঠে, মাথায় হাত রেখে টিমের ক্যাপ্টেনের মতো তাদের বাহবা দিয়েছেন। এত তাড়াতাড়ি রেল্কশ্রমিকরা যেভাবে লাইন মেরামত করে দিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। রেলমন্ত্রী এজন্য তাদের মাথাত হাত রেখে তাদের কাজের প্রতি কুর্নিশ জানিয়েছেন।

Published on: জুন ৪, ২০২৩ @ ১৯:৫১


শেয়ার করুন