প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২১, ২০২৪ at ০০:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২০ ফেব্রুয়ারি :  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতা প্রেস ক্লাবের লনে সাংবাদিক সম্মেলন করে কলকাতা প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন। রীতিমতো বিস্ফোরক হয়ে ওঠেন শুভেন্দু। সাংবাদিকদের একটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন- আপনাদের সকলের বুকে তো কালো ব্যাজ নেই। তিনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

শুভেন্দু অধিকারী ক্ষোভের সুরে বলেন- “আজ প্রেস ক্লাবের লনে একজন জন প্রতিনিধি রাজ্যের বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। ভিতরটা আমি পাইনি। দুপুরে চিঠি পাঠিয়েছি। আমি পাইনি। হয়তো অন্য কোনও কারণ থাকতে পারে। কিন্তু লনটা দিয়েছেন। আমি গ্রেটফুল। এটা তো করার কথা ছিল যিনি প্রেসিডেন্ট হয়েছেন বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন আর সেক্রেটারি। এটা আমার কথা নয়। আপনাদের সকলের বুকে তো কালো ব্যাজ নেই। চ্যারিটি বিগিংস অ্যাট হোম। আপনার সাংবাদিক কম্যিউনিটি যদি একমত হয়ে নামতে না পারেন আপনি কার দিকে আঙুল দেখাচ্ছেন? আমি যে পারফরম্যান্স করছি লাস্ট ১৮-২০ ঘণ্টা সেই পারফরম্যান্সের ১০ শতাংশও কি আপনার প্রেস ক্লাব করেছে? মধ্য রাতে একটা সাদামাটা একটা প্রেস বিবৃতি দেওয়া ছাড়া। সীমাবদ্ধতা আছে। কারণ, এরা অনেকেই ভাতাজীবী। সরকারের সঙ্গে অনেকগুলো বিষয় আছে। শুনতে খারাপ লাগবে। প্রেস ক্লাবের লনে দাঁড়িয়ে বলছি।“

“প্রেস ক্লাবের সেক্রেটারির তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে। উনি যৌথ ফ্যামিলিতে থাকেন। ওনার ভাই শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তিনি পারবেন না, মমতা ব্যনার্জি বা তার সরকারের বিরুদ্ধে যেতে। বাকি আপনারা যারা আছেন যারা এখনও শিরদাঁড়াটা আলমারিতে রেখে আসেননি তাদের কাছে আমি আশা করব আরও বেশি এগ্রেসিভ ওয়েতে আপনারা করবেন। সন্তুর সঙ্গে যা হয়েছে কাল অন্য কারও সঙ্গে তা হবে।“ যোগ করেন শুভেন্দু।

শুভেন্দু বলেন- “আমি আজ বিরোধী নেতা হিসাবে জণগনকে জানাচ্ছি, বলছি- সবাইকে ভয় দেখানো হয়েছে। ভয় দেখানোর চক্রান্ততা ভেস্তে গেছে কিভাবে সেটাও আপনারা শুনে রাখুন। আমাদের যে জাতীয় মহিলা কমিশন এসেছিলেন , তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের পোরশনকে যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে যে তারা বলছেন যে কোনও মহিলা ধর্ষণ কিংবা নির্যাতনের অভিযোগ তাদের কাছে করেনি। এই পোরশনটাকে কেটে রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।“

“শুধু এবিপি আনন্দের এডিটর নয় – অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকাল ১১টায় সন্দেশখালি থানায় আপনাদের হাজির হতে হবে। পরেরদিন আপনাদের হাজির হওয়ার আগে জাতীয় মহিলা কমিশন থেকে খুব বড় ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন , ধর্ষণ, শ্লীলতাহানি থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে। তাদের অভিযোগ নেওয়া হয় না। থানা বলে যে শাহজাহানের সঙ্গে কথা বলো। এইটা পোস্ট করার পর  আমাদের উপর আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোঁতা হয়ে যায় প্রথম। তখন থমকে যায়। তারপর ওখান থেকে একজন সম্মানীয়া মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল, ফলস, ফেব্রিকেটেড, ম্যালাফায়েড ইন্টেনশনের এফআইআর লজ করে রিপাবলিকের পার্টিকুলার বীর সাংবাদিককে গ্রেফতার করা হয়।“

“বিরোধী নেতা হিসাবে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি এই কারণে –আমি আশা করেছিলাম, যে প্রেস ক্লাব একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন। এবং ঘটনার নিন্দা করবেন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশমন্ত্রীকে, ডিজিপি-কে আবেদন করবেন যে যাতে দ্রুত এই সাংবাদিক ও ভিডিোগ্রাফারকে মুক্তি দেওয়া হয়। প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন ৪১-র নোটিশ দিয়ে যদি সত্য অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্য জনক যে সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছেন তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিস মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা সে কাজটা বিরোধী দলনেতা প্রায় চার ঘণ্টা সন্দেশখালিতে থেকে আমি এতটা পথছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা আমার এই প্রতিবাদ আমি রাখলাম। শুধু রিপাবলিক, তার সাংবাদিক কিংবা ভিডিওগ্রাফার বলে নয় এর আগে দেখেছেন আপনার আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা । সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন তাদের ইলেকট্রনিক্স চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল আছে, বাংলা কাগজ আছে। কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেছে বিরোধী দলনেতা। “

Published on: ফেব্রু ২১, ২০২৪ at ০০:০৯


শেয়ার করুন