

Published on: নভে ১৩, ২০২৪ at ১০:৩৪
এসপিটি নিউজ, কলকাতা, ১৩ নভেম্বর: প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উৎসব ১৬ ই নভেম্বর ২০২৪ শনিবার থেকে ২০শে নভেম্বর ২০২৪ বুধবার পর্যন্ত এই পাঁচদিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় রীতি নীতি ও মর্যাদার সঙ্গে পালন করা হবে।
ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এই রাস পূর্ণিমা উৎসবে দেশ বিদেশের বিশেষজ্ঞ গন বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন। আলোকমালায় সুসজ্জিত করা হবে মন্দির প্রাঙ্গণ। কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা। আগত তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর রাখা হবে।
ইসকন মায়াপুরের পক্ষ থেকে আহ্বান করে বলা হয়েছে- মানবকূল, আসুন রাসলীলায় অংশগ্রহণ করে আমাদের হৃদয় বৃন্দাবনে শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত উৎসব স্মরন করে ধন্য হই।
Published on: নভে ১৩, ২০২৪ at ১০:৩৪