রাজাপুর মায়াপুর ইসকনের রথযাত্রা একসূত্রে গেঁথে দেয় সকলকে, বিশেষ আকর্ষণ পুরী থেকে আনা রথের চাকা

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

বিশ্বের ১০০টি দেশের প্রায় ৮০০ বড় শহরে রথযাত্রা পালন করা হয় ইসকনের তত্ত্বাবধানে
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, মায়াপুর, ১৯ জুন: ইসকন মায়াপুরে রথযাত্রা উৎসব ঘিরে এখন সাজো সাজো রব। যথাযথ মর্যাদা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এখানে রথযাত্রা উৎসব উদযাপিত হয়। এবছর ২০জুন মহাসমারোহে রথযাত্রা উৎসব উদযাপিত হতে চলেছে। তবে এই রথযাত্রায় এক উল্লেখযোগ্য নাম হল রাজাপুর গ্রাম। এই গ্রামেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। রথযাত্রা এই গ্রাম থেকেই শুরু হয়ে শেষ হয় মায়াপুর ইসকন মন্দিরে এসে। সেখানেই চলে উল্টো রথ পর্যন্ত মূল উৎসব।এককথায় রাজাপুর মায়াপুর ইসকনের রথযাত্রা একসূত্রে গেঁথে দেয় সকলকে। পুরী থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথের তিনটি চাকা। ভক্তরা এখানে এসে তা দর্শন ও প্রণাম করতে পারবেন।

রথযাত্রা্র সময়সূচি

ইসকন শ্রীমায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় এই উৎসব। এ বছর ২০ জুন মঙ্গলবার ২০২৩, রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। পাঁচ কিলোমিটার অতিক্রম করে রথ পৌঁছবে চন্দ্রোদয় মন্দির ইসকন মায়াপুরে। উল্টোরথ ২৮ জুন ২০২৩ বুধবার পুনরায় রথ ফিরে যাবে রাজাপুর গ্রামে। ২০ থেকে ২৮ জুন অবধি ইসকন মায়াপুরে পুষ্প সমাধি মন্দিরের পাশে (অস্থায়ী মাসির বাড়িতে) চলবে ৫৬ ভোগ, দীপ দান, জগন্নাথ অষ্টকম পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও সকলের জন্য প্রসাদ বিতরণ।

রাজাপুর গ্রাম

মায়াপুর ইসকন মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে রাজাপুর গ্রাম। এই গ্রামেই আছে জগন্নাথ দেবের মন্দির। সকাল সন্ধ্যায় রাজাপুর গ্রামের প্রশান্ত পল্লীতে শোনা যায় আজান ও সংকীর্তনের ধ্বনি। মানুষের মহামিলনের উত্তম ক্ষেত্র এই গ্রাম। পরস্পর পরস্পরকে আপন করে নেয় এই গ্রামের মানুষ। সুখে-দুঃখে, উৎসবে-অনুষ্ঠানে মিলেমিশে একাকার হয়ে যায়, ভুলে যায় জাত-পাত অনুশাসনের মিথ্যা বেরাজাল। একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে মহামিলন ঘটে সকলের।

বাড়িতে বাড়িতে ভীড় উপচে পড়ে

জগন্নাথ! জগতের নাথ! সকলের নাথ! সকলের ভালো লাগা এবং ভালোবাসাএ একমাত্র পাথেয়। রথযাত্রার দিনই তিনি সিঙ্ঘাসন বেদী থেকে নেমে আসেন রাজপথে। কেননা তিনি যে ভক্তবৎসল। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য দর্শন স্পর্শনের জন্য তাঁর কাছে অবারিত দ্বার। রথযাত্রার দিনইর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বথাজেন এই এলাকার মানুষজন। বাড়িতে বাড়িতে ভীড় উপচে পড়ে রথের দিনগুলিতে। সকলেই চান রথের রশিতে টান দিতে। প্রণাম জানাতে। প্রসাদ পেতে। সকলকে একসূত্রে গেঁথে দেয় রাজাপুর মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব।

জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়

প্রশান্ত পল্লী-রাজাপুর, শ্রী জগন্নাথদেবের কৃপায় বর্তমানে রথযাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রূপ পেয়েছে। রথযাত্রায় হাজার হাজার ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর জন্য নির্ধারিত তিনটি সুসজ্জিত রথ এগিয়ে চলবে। শোভাযাত্রায় থাকজবে বিভিন্ন ট্যাবলো, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, রন-পা। বিশ্বের ১০০টি দেশের প্রায় ৮০০ বড় শহরে রথযাত্রা পালন করা হয় ইসকনের তত্ত্বাবধানে।  (আগের ছবি)


শেয়ার করুন