মহাষষ্ঠীতে দার্জিলিং ভ্রমণে আসা প্রতিবেশী বাংলাদেশের পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা নিউ জলপাইগুড়ি স্টেশনে

Main দেশ বাংলাদেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২০, ২০২৩ at ২২:৪৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২০ অক্টোবর: পুজোর মরশুমে পশ্চিমবঙ্গ পর্যটনে বিদেশিদের আগমনে এক নয়া মাত্রা পেয়েছে। দক্ষিণবঙ্গে দীঘা, মন্দারমণি, সুন্দরবন সহ একাধিক জায়গার পাশাপাশি উত্তরবঙ্গেও বিদেশিদের আগমন হতে শুরু করেছে। এরই মধ্যে আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রতিবেশী বাংলাদেশি পর্যটকদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গের ভ্রমণ সংস্থা। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বাংলাদেশের অবজার্ভার সংবাদপত্রের সম্পাদক ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাক্তন তথ্য উপদেষ্টা ইকবাল শোভন চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমান।

শুক্রবার সকাল দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছয় ঢাকা-এনজেপি গামী মিতালী এক্সপ্রেস। এই ট্রেনেই এসেছেন বহু বাংলাদেশি পর্যটক। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন তথ্য উপদেষ্টা ইকবাল শোভন চৌধুরী, যিনি অরব্জার্ভার সংবাদত্রের সম্পাদক।স্ত্রীক তিনি এসেছেন দার্জিলিং ভ্রমণ করতে। সঙ্গে এসেছেন সস্ত্রীক আরও এক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান। এদিন এনজেপি স্ট্রেশনে তাদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয় উত্তরবঙ্গের পক্ষ থেকে। উত্তরবঙ্গের এক ভ্রমণ সংস্থার কর্ণধার অলোক চক্রবর্তী জানিয়েছেন- দার্জিলিং-এর সৌন্দর্য দুই বাংলাকে এক সুতোয় বাঁধলো। এনজেপি থেকে তারা সোজা চলে যান লেবং।

সম্প্রতি ভারত জি২০ সামিট আয়োজন করেছে। সেখানে বিশ্বের বহু দেশ অংশ নিয়েছে। বাংলাদেশও সেখানে অতিথি দেশ হিসাবে আমন্ত্রিত ছিল। এই সামিটে বিদেশিদের স্বাগত জানাতে স্লোগান ছিল- ‘বাসুধৈব কুটুম্বকম’ যার অর্থ বিশ্ব একটি পরিবার। জওহরলাল নেহেরু থেকে নরেন্দ্র মোদি পর্যন্ত, ভারতের নেতারা প্রায়শই দেশের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য মহা উপনিষদ থেকে নেওয়া বাসুধৈব কুটুম্বকম  শব্দগুচ্ছটি ব্যবহার করে এসছেন। আজও এই স্লোগান আমাদের দেশে আগত বিদেশি পর্যটকদের আপন করে নিতে শেখায়।

পুজোর ভ্রমণে দার্জিলিং যে এবারও বিদেশি পর্যটকদের কাছে উন্মুক্ত হয়েছে সে্টা এদিন আরও বেশি করে পরিষ্কার হয়ে গেল।

ভারতের পর্যটন মন্ত্রকের সূত্র অনুযায়ী, ২০২২ সালে ভারতে বিদেশি পর্যটক আগমনে শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথমে মার্কিন যুক্ত্ররাষ্ট্র।ওই বছরে বাংলাদেশ থেকে ভারতে ১২ লক্ষ ৫৫ হাজার ৯৬০ জন বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেছেন। যা মোট বিদেশি পর্যটক আগমনের ২০.২৯ শতাংশ। ২০২২ সালে ভারতে মোট বিদেশি পর্যটককের আগমন হয়েছে ৬১ লক্ষ ৯১ হাজার ৩৯৯।

পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, শীর্ষ 5টি উত্স দেশের মধ্যে আগস্ট’23 এবং জানুয়ারী থেকে আগস্ট’23 এর মধ্যে ভারতে বিদেশী পর্যটক আগমনের শতাংশের ভাগ অনুসারে বাংলাদেশ শীর্ষ স্থানে আছে। মোট বিদেশি পর্যটক আগমনের শতাংশের মধ্যে বাংলাদেশি পর্যটকের আগমন হয়েছে ২৩.৭%। বাকি চারটি দেশ মার্কিন যুকরাষ্ট্র-১৭.৫%, ইউকে- ৯.৫%, কানাডা-৪.১%, অস্ট্রেলিয়া-৩.৯%।

পর্যটক উত্তরবাংলা র পক্ষ থেকে বাংলাদেশ থেকে আসা আজকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পর্যটক দের স্বাগতম জানানো হয়। তারা সেখান থেকে দার্জিলিং এর উদ্দেশ্য রওনা হন। পুজো শুরুর মুহূর্তে বিদেশী পর্যটক বন্ধু দের স্বাগতম জানাতে পেরে ভ্রমণ সংস্থার কর্ণধার অলোক চক্রবর্তী জানান দার্জিলিং এর সৌন্দর্য দুই বাংলা কে এক সুতোয় বাঁধলো।

দার্জিলিং-এর পথে
কার্শিয়াং-এ কিছু সময়ের জন্য

Published on: অক্টো ২০, ২০২৩ at ২২:৪৯


শেয়ার করুন