প্রধানমন্ত্রী মোদি আগামী ৬ আগস্ট দেশজুড়ে ৫০৮টি রেলস্টেশন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

Main দেশ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: আগ ৪, ২০২৩ @ ২১:১৪

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৪ আগস্ট: ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশজুড়ে ৫০৮টি রেলস্টেশন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ আগস্ট বেলা ১১টায় হবে সেই ঐতিহাসিক উদ্যোগ। এর মাধ্যমে স্টেশনগুলিতে বিশ্বমানের সুযোগ সুবিধার ব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে স্টেশনগুলিকে ‘সিটি সেন্টার’ হিসাবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান নেওয়া হচ্ছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা

প্রধানমন্ত্রী মোদি প্রায়শই অত্যাধুনিক গণ পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রেল যেহেতু দেশের সাধারণ মানুষের পছন্দের পরিবহণ মাধ্যম, তাই তিনি রেল স্টেশনগুলিতে বিশ্বমানের সুযোগ সুবিধার ব্যবস্থা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই ভাবনা চিন্তা থেকেই দেশজুড়ে ১ হাজার ৩০৯টি রেল স্টেশনকে নতুনভাবে গড়ে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা হয়েছে।

২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয় হবে

এই প্রকল্পের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এজন্য ২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয় হবে। শহরের দুই দিকের সঙ্গে যথাযথ সংযুক্তিকরণ ঘটিয়ে স্টেশনগুলিকে ‘সিটি সেন্টার’ হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। রেল স্টেশনকে কেন্দ্র করে সামগ্রিক নগরোন্নয়নের সার্বিক সংযুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিসংখ্যান দিয়ে বোঝালেন ট্রেন দুর্ঘটনা আগের চেয়ে অনেকটাই কমেছে

২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০৮টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে

২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০৮টি স্টেশনকে পুনর্নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ৫৫টি করে, বিহারে ৪৯টি, মহারাষ্ট্রে ৪৪টি, পশ্চিমবঙ্গে ৩৭টি, মধ্যপ্রদেশে ৩৪টি, অসমে ৩২টি, ওড়িশায় ২৫টি, পাঞ্জাবে ২২টি, গুজরাট ও তেলেঙ্গানায় ২১টি করে, ঝাড়খণ্ডে ২০টি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে, হরিয়ানায় ১৫টি এবং কর্ণাটকে ১৩টি স্টেশন রয়েছে।

এই স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক ব্যবস্থা, সুপরিকল্পিত যান সঞ্চালন, বিভিন্ন পরিবহণ মাধ্যমের সংযুক্তিকরণ এবং যাত্রীদের দিশা নির্দেশের সুন্দর ব্যবস্থা থাকবে। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের ভিত্তিতে স্টেশন ভবনগুলি গড়ে তোলা হবে।

সূত্রঃ পিআইবি

Published on: আগ ৪, ২০২৩ @ ২১:১৪


শেয়ার করুন