
Published on: নভে ২৩, ২০২০ @ ২২:০৭
এসপিটি নিউজ: হায়দরাবাদ এফসি গত মরসুমের পরাজয়ের প্রথম প্রতিশোধ নিল ওড়িশা এফসিকে এক গোলে হারিয়ে। পেনাল্টি থেকে গোল করে দলের জয় এনে দেন অ্যারিডান সানতানা।
খেলা মোটামুটি সমানে পাল্লা দিয়ে চলছিল। তবে ওড়িশার অধিনায়ক আচমকা নিজেদের বক্সের ভিতর হ্যান্ডবল করতেই হায়দরাবাদ পেনল্টির সুযোগ পেয়ে যায়। আর সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় হায়দরাবাদের অ্যারিডান সানতানা। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম ৪৫ মিনিট অবশ্য ম্যাচে হায়দরাবাদ পুরোপুরি নিয়ন্ত্রণ রেখেছিল।
That moment!#OFCHFC #HeroISL https://t.co/1TaHITqeMw pic.twitter.com/ipAXJpgwXd
— Indian Super League (@IndSuperLeague) November 23, 2020
ওড়িশা এফসি বিরতির পরে মোটামুটি দৃঢ়তার সাথে ফিরে আসে। এবং তখন তাদের দেখে মনে হয়েছিল ম্যাচে সমতা ফেরাতে পারবে। তারা বেশ কয়েকটি দারুন সুযোগ হাতছাড়া করেছে তবে হায়দরাবাদ পরে আর কোনও সুযোগ দেয়নি।
Published on: নভে ২৩, ২০২০ @ ২২:০৭