Gangasagar Mela 2021: বাড়িতে বসেই ই-স্নান, মাত্র ১৫০ টাকায় মিলবে গঙ্গাসাগরের জল, প্রসাদ, সিঁদুর

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

  • 2021 সালের গঙ্গাসাগর মেলায় বাজেট ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।
  • ওয়েবসাইটে ক্লিক করলেই গঙ্গাসাগরের পুণ্যস্নান দেখা যাবে।
  • মহন্ত জ্ঞানদাস মহারাজ এবারেও গঙ্গাসাগর মেলায় আসছেন অযোধ্যা থেকে।
  • মেলার ভিতর করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।থাকছে কোভিড হাসপাতালও।

Published on: ডিসে ৩১, ২০২০ @ ২১:০৪

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, দক্ষিণ ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর: করোনা কালে এক নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। যারা এবার গঙ্গাসগর মেলায় আসতে পারবেন না তাদের কথা ভেবে সর্বসাধারণের সুবিধা দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এবার গঙ্গাসাগর মেলাকে এক নয়া রূপ দিতে চলেছে। যেখানে বাড়িতে বসেই ভার্চুয়ালে ই-স্নানের সুযোগ মিলবে। এমনকী, প্রশাসনের নির্দিষ্ট সাইটে গিয়ে অনলাইনে মাত্র 150 টাকা দিলেই বাড়িতে বসেই গঙ্গাসাগরের পবিত্র জল, প্রসাদ ও সিঁদুর পেয়ে যাবেন। এছাড়াও মেলায় এবার আরও অনেক ব্যবস্থা রাখা হয়েছে।

করোনার সংক্রমণ থেকে সুরক্ষার একটি শক্তিশালী ব্যবস্থা

দক্ষিণ ২৪ পরগনার জেলশাসক ড. পি উলগানাথন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে 2021 সালের গঙ্গাসাগর মেলায় বাজেট ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 15টি বিভাগ এক সঙ্গে এই খরচা বহন করবে।একই সঙ্গে তিনি বলেন যে প্রতিবছরের মতো রাজ্য সরকার এবারও গঙ্গাসাগর মেলার আয়োজন করছে, তবে করোনার মহামারীকেও এড়ানো হবে না। তাই, করোনার সংক্রমণ থেকে সুরক্ষার একটি শক্তিশালী ব্যবস্থাও তৈরি করা হচ্ছে। প্রশাসন এ জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।

প্রশাসন থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জন্য মেলায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। যারা মেলায় আসতে পারবেন না তাদের জন্য ই-স্নানের ব্যবস্থা করা হয়েছে। এমনকী, মেলার ভিতর করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। কারও যদি করোনা রিপোর্ট পজিটিভ হয় তাহলে তাকে সেই মুহূর্তে মেলার হাসপাতালে ভর্তির ব্যবস্থা সহ তাকে সুস্থ করে বাড়ি পাঠানোর দায়িত্ব নেবে প্রশাসন।

বাড়ি বসেই মিলবে গঙ্গাসাগরের সুযোগ-সুবিধা

করোনা আবহে এবার গঙ্গাসাগর মেলাকে এক নয়া রূপ দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। আর তাই যারা মেলায় আসতে পারছেন না তাদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। আর এই সুবিধা নিতে হলে আপনাকে মাত্র 150 টাকা খরচ করতে হবে। প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় ক্লিক করে আপনার টাকা জমা করলেই পেয়ে যাবেন গঙ্গাসাগরের পবিত্র জল, প্রসাদ, সিঁদুর। এটাকে নাম দেওয়া হয়েছে তীর্থ সামগ্রী প্যাক। পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরিনী প্রকল্পের কর্মীরাই এই কাজ করছেন। এছাড়াও ঘরে বসেই করতে পারবেন শাহি স্নান। তবে তা হবে ই-স্নান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শন করতে পারবেন গঙ্গাসাগর মেলার দৃশ্য।

জেলশাসক পি উলগানাথন জানিয়েছেন, “এবারই-স্নানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইত্যিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে। ভালো সাড়া মিলছে। তিন দিনের মধ্যে যারা বুকিং করছেন তারা দ্রুত পরিষেবা পাবেন। ওয়েবসাইটে ক্লিক করলেই গঙ্গাসাগরের পুণ্যস্নান দেখা যাবে। এখন বাড়িতে বসেই হবে শাহি-স্নান।”

সাগর মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

জেলাশাসক বলেন যে বিভাগের সমস্ত লোক তাদের স্তরে কঠোর সুরক্ষা ব্যবস্থা করেছে।

  • পুলিশি ব্যবস্থা ছাড়াও থাকছে 25 টি ড্রোন ক্যামেরা।
  • 1000 সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে লট নম্বর আট থেকে সাগরমেলা গ্রাউন্ড পর্যন্ত।
  • এছাড়াও মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ধরনের সফট ওয়্যার ব্যবহার করা হবে।
  • এমনকী বয়স্ক ও শিশুদের সুরক্ষার জন্য তাদের কিউআর কোড সম্পন্ন রিস্টব্যান্ড লাগিয়ে দেওয়া হবে।
  • এটি স্ক্যান করে প্রত্যেক মানুষকে তার নাম-ঠিকানা নথিভুক্ত করে তাদের নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
  • 5 টি কন্ট্রোল রুম এবং 5 টি কোভিড হাসপাতালের ব্যবস্থা জেলা প্রশাসন করেছে।

জেলাশাসক উলগনাথন আরও জানিয়েছেন যে এ বছর বাসের সংখ্যা 1950 থেকে কমিয়ে 220, জাহাজের সংখ্যা 80 থেকে 60, উদাল লঞ্চটি 85 থেকে 100 এবং বার্জ নিয়ন্ত্রণের জন্য চারটির পরিবর্তে চারটি রাখা হয়েছে।

অযোধ্যা থেকে গঙ্গাসাগর মেলায় আসছেন মহন্ত জ্ঞানদাস মহারাজ

এবারও গঙ্গাসগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা আসছেন। গঙ্গাসাগর থেকে সঞ্জয় দাস জানালেন- “আমাদের গুরুজি মহন্ত জ্ঞানদাস মহারাজ এবারেও গঙ্গাসাগর মেলায় আসছেন অযোধ্যা থেকে। আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তি। সেই উপলক্ষ্যে বহু মানুষের সমাগম হবে মেলায়। রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করেছে।কপিল মুনির আশ্রম-মন্দিরকেও ঢেলে সাজানো হচ্ছে। মেলায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।”

Published on: ডিসে ৩১, ২০২০ @ ২১:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 43