COVID-19: ব্রিটেনের পর এবার সংযুক্ত আরব আমিরাতেও ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশ স্থগিত হল , উদ্বেগে টাফি

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২২, ২০২১ @ ২১:৩২

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ এপ্রিলঃ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির ভয়াবহ প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান যাত্রায়। গত বছর করোনার সময়েও যা হয়নি এবার তাই হচ্ছে। বিশ্বে এই মুহূর্তে করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতির চরম ফল ভুগতে হচ্ছে এখন ভারতীয়দের। কয়েকদিন আগে গ্রেট ব্রিটেনে ভারতীয়দের প্রবেশ বন্ধের আদেশ দেওয়া হয়েছিল। এবার সেই পথেই হাঁটল সংযুক্ত আরব আমিরাত। সেই দেশেও আগামী ১০দিনের জন্য এই আদেশ কার্যকর হচ্ছে।এই নির্দেশিকা জারি হতেই মাথায় হাত পড়েছে ট্রাভেল এজেন্টদের। ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন- এ তো সবে শুরু, এমনটা চলতে থাকলে ট্রাভেল এজেন্টদের সামনে অন্ধকার নেমে আসবে।

১০ দিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ স্থগিত ভারতীয়দের

সংযুক্ত আরব আমিরাত এক নির্দেশিকা জারি করে জানিয়েছে যে আগামী ২৪ এপ্রিল থেকে আগামী ১০ দিনের জন্য দুবাইতে ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশ স্থগিত করা হয়েছে। ১০ দিন পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত থেকে যে সমস্ত উড়ান দুবাই আসবে তা কার্গো ফ্লাইট হয়ে আসবে। অর্থাৎ পন্য বহন করে নিয়ে যাবে। তবে ফেরার সময় দুবাই থেকে যাত্রী নিয়ে যেতে পারবে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে গত ১৪ দিনে ভারত দিয়ে যাতায়াত করা যাত্রীদের অন্য কোনও বিন্দু থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার অনুমতি নেই। এছাড়াও যারা পুনরায় বুকিন-এ আগ্রহী তারা আমিরাত কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা এমিরেটস কোভিড ওয়েভার পলিসি ব্যবহার করতে পারেন -এই ওয়েভার কোড দিয়ে -“ROGW006 DUE COVID-19”.

এমিরেটস-এ তিনটি উড়ান এবং ফ্লাইট দুবাই-তে পাঁচটি উড়ান ছিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এসবই এখন স্থগিত করা হল ভারতে। তবে এমিরেটস কার্গো নিয়ে যাবে এবং যাত্রী নিয়ে ভারতে ফিরবে এবং ফ্লাইট দুবাই শুধু মাত্র যাত্রী নিয়ে ভারতে ফিরবে।

উদ্বেগ প্রকাশ করলেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি উদ্বেগ প্রকাশ করে জানান- কিছু দিন গে ব্রিটেনেও আমাদের ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশ নিশিদ্ধ করে দিয়েছে। যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তানকেও ফেলা হয়েছে। আমাদের অবস্থা কতটা খারাপ হয়েছে। এর আগে কখনও এমনতা হয়নি। এবার সংযুক্ত আরব আমিরাত একই পথে হেঁটেছে। তবে তারা একটু শিথিলতা দেখিয়েছে। সেখানে ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশ মাত্র ১০ দিনের জন্য আপাত্ত বন্ধ রেখেছে। আমরা জানি না, এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনে আর কতগুলি দেশ এই রাস্তায় হাঁটবে। গত বছর করোনার সময়েও এত জটিল পরিস্থিতি তৈড়ি হয়নি যেমনটা এবার হল। বিশ্বে যে দেশগুলিতে সবচেয়ে বেশি ভারতীয়দের যাতায়াত আছে তার মধ্যে গ্রেট ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত আছে। এখানে বহু ভারতীয় কাজ, ব্যবসা, পড়াশুনোর জন্য যাতায়াত করে থাকে। এখন এমন পরিস্থিতিতে সমস্যা বেশ জটিল আকার নিল।

করোনা পরিস্থিতি

ইতিমধ্যে ভারতে বৃহস্পতিবার করোনা সংক্রমণের মামলা ৩ লক্ষ ছাড়িয়ে গেল। একদিনে এ পর্যন্ত সারা প্ররথিবীতে সর্বোচ্চ সংক্রমণের মাত্রা ছাড়াল ভারতে- রেকর্ড সংখয়ক আক্রান্ত মোট ৩,১৪,৮৩৫জন। তবে পশ্চিমবঙ্গেও এখন লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। সংক্রণের মামলা ১১ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এখন রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। আর তার প্রচারে ভিন রাজ্য থেকে বহু মানুষ আসছে এ রাজ্যে। অনেকেই মনে করছে, ভিন রাজ্য থেকে আসা মানুষদের থেকেই সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে। এখন সবতাই যেহেতু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তাই তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তারাদের ভূমিকা নিয়েও বিরক্তি প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।সব মিলিয়ে পরিস্থি এখন বেশ জটিল জায়গায় পৌঁছেছে।

Published on: এপ্রি ২২, ২০২১ @ ২১:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =