রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্র

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ৩০, ২০২৩ @ ১৯:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ জুন: কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ছ’মাস বাড়িয়ে দিল। রাজ্য সরকারকে এক চিঠি পাঠিয়ে কেন্দ্র এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এর ফলে হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিবের পদে থাকার মেয়াদ বাড়ানো নিয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান হল।

আজ ৩০ জুন ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ-১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিবের পদে শেষ দিন ছিল। কিন্তু এর আগেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে তার মেয়াদ বাড়ানোর এক আবেদন পাঠানো হয়েছিল। কিন্তু গতকাল পর্যন্ত কেন্দ্রের থেকে কোনও সারা আসেনি। তবে আবেদন নাকচ না হওয়ায় মনে করা হচ্ছিল যে কেন্দ্র মেয়াদ বাড়ালেও বাড়াতে পারে।

অবশেষে দিল্লি থেকে একটি চিঠি পাঠিয়ে কেন্দ্র সরকার জানিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আজ থেকে আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ এই বর্ধিত মেয়াদ আজ ৩০ জুন ২০২৩ থেকে কার্যকর হতে চলেছে। ফলে হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিব পদে থাকা নিয়ে আর কোনও জটিলতা রইল না।

Published on: জুন ৩০, ২০২৩ @ ১৯:৫০


শেয়ার করুন