
Reporter: Aniruddha Pal
Published on: জুন ১৬, ২০২৪ at ২৩:৫৪
এসপিটি নিউজ, কলকাতা, ১৬ জুন: আজ রবিবার থেকে শুরু হল অষ্টম পর্যটন মেলা। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলা চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম প্রোভাইডার্স অব বেঙ্গল আয়োজিত বেঙ্গল ট্যুরিজম ফেস্ট হিসাবে এই পর্যটন মেলা প্রথম দিনেই জমজমাট আকার নিয়েছে।
এদিন এই পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের পর্যটন মন্ত্রকের পূর্ব ভারতের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস, ঝাড়খণ্ড ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর জীতেন্দ্র বাহাদুর সিং, বিহার ট্যুরিজমের কলকাতার ট্যুরিস্ট অফিসার সুনীল কুমার সিং, দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, অভিনেতা ভাস্কর ব্যানার্জি।
রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এটিএসপিবি-র এই উদ্বোগকে স্বাগত জানিয়ে বলেন, পূর্ব ভারতে এ ধনের পর্যটন মেলার গুরুত্ব অনেক। আজ পর্যটন এমন এক জায়গায় পৌঁছে যেখানে কর্মসংস্থান, বোঝাপড়া, শান্তি স্থাপন হচ্ছে। একই সঙ্গে এই পর্যটন মেলা ছাত্র-ছাত্রীদের জন্য খুব ভাল একটা জায়গা। যেখানে এসে তারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবে, যার মাধ্যমে তারা তাদের কেরিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
অভিনেতা ভাস্কর ব্যানার্জি বলেন- আমরা স্কলেই ঘুরতে খুবই ভালোবাসি। এটা একটা মিলন মেলা। এখানে অনেক স্টল হয়েছে। এখানে এসে মানুষ বেড়ানোর নানা তথ্য সংগ্রহ করতে পারবেন। একই জায়গায় নানা ধরনের ভ্রমণের নানা তথ্য। আমি নিজেও অনেক তথ্য জোগাড় করেছি। পরে যখন ঘুরতে যাব তখন এগুলি কাজে দেবে।
প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস বলেন- একটা জায়গায় এলে বেড়ানোর সব খুটিনাটি তথ্য জানা যাবে। এটা একটা বড় ব্যাপার।
প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি পর্যটন মেলা সম্পর্কে নিজের ভাবনাকে তুলে ধরেন। বলেন- এখানে আপনারা যারা স্টল দিয়েছেন তারা প্রত্যেকেই মানুষের একটা স্বপ্নকে সত্যি করেন। বেড়াতে যাওয়া নিজের পছন্দের স্থানে বেরানো সকলেরই ইচ্ছা থাকে স্বপ্ন থাকে। আপনারা তা পূরণ করেন। এর মাধ্যমে একটা অর্থনীতি সুদৃঢ় হয়। দেশে বলুন কিংবা বিদেশে ভ্রমণ আজ একটা আয়ের উৎস। বাঙালির আবেগের সংগে যুক্ত হয়ে এই সংস্থাগুলি। আমি এদের সকলকে ধন্যবাদ জানাই।
প্রাক্তন বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার একই সুরে পর্যটন মেলার গুরুত্ব তুলে ধরেন। বলেন- পর্যটন এর মাধ্যমে মানুষকে এক জায়গায় নিয়ে আসা যায়। সবার হয়তো কন্যাকুমারী কিংবা দার্জিলিং যাওয়ার সামার্থ্য নেই কিন্তু তবু তারা একটু একটু করে টাকা জমিয়ে রাখে যদি কখনও সুযোগ হয়ে বেড়াতে যাওয়ার। আমি বলতে চাই যে পর্যটন খুবই আনন্দের জায়গা। সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন এটিএসপিবি-র স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। তার আগে উপস্থিত অতিথিদের ফুলের স্তবক ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করা হয়। এটিএসপিবি-র সভাপতি সত্যজিৎ মজুমদার, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহা অতিথিদের সম্বর্ধিত করেন। অতিথিদের সম্বর্ধিত করেন বেঙ্গল ট্যুরিজম ফেস্ট-এর জয়েন্ট কনভেনর সুনন্দা সরকার ও দীপা দাস।
অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস ্প্রোভাইডার্স অব বেঙ্গল-এর নীতি হল- কোনওরকম লাভ-ক্ষতি ছাড়াই গ্রাস রুট লেভেলের বাংলার ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স, ট্রাভেল এজেন্ট এবং হোম স্টে মালিকদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। রাজ্যের পর্যটন বিভাগগুলিকে প্রদর্শন করা।
একই সঙ্গে এদের প্রাথমিক উদ্দেশ্য হল-
- ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেল মালিক এবং পর্যটকদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা।
- বাংলায় হোম স্টে প্রচার করা,
- স্ব-নির্ভর গোষ্ঠীর প্রচার করা।
- অন্যান্য রাজ্য পর্যটন সংস্থাগুলিকে প্ল্যাটফর্মটি প্রদান করা কারণ তারা তাদের পণ্য দেখানোর সুবিধা পাবে।
সব দিক দিয়ে পর্যটন মেলা প্রথম দিনেই জমজমাট হয়ে উঠেছে।
Published on: জুন ১৬, ২০২৪ at ২৩:৫৪