বিশ্বকাপ স্কোয়াডে বড় ধামাকা: বাদ পড়লেন গিল, ঈশানের রাজকীয় প্রত্যাবর্তন !

Main খেলা দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ২২, ২০২৫ at ২১:৩৪

এসপিটি নিউজ ডিজিটাল ডেস্ক : প্রতীক্ষার অবসান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা, তবে দল ঘোষণায় রয়েছে একাধিক বড় চমক এবং কিছু কঠিন সিদ্ধান্ত।

সবচেয়ে বড় চমক: ছিটকে গেলেন শুভমন গিল

এবারের দল নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় হলো ওয়ানডে এবং টেস্ট দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিলের বাদ পড়া। টি-টোয়েন্টি ফরম্যাটে দলের সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত চূড়ান্ত ১৫ জনের তালিকায় জায়গা হয়নি তাঁর। মূলত অফ-ফর্ম এবং টিম কম্বিনেশনের কারণেই তাঁকে দলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।

নতুন সহ-অধিনায়ক ও ঈশানের রাজকীয় প্রত্যাবর্তন

গিলের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেলের হাতে। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো ঈশান কিষাণের প্রত্যাবর্তন। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দীর্ঘ বিরতির পর সরাসরি বিশ্বকাপের বিমানে জায়গা করে নিলেন এই বাঁ-হাতি উইকেটকিপার-ব্যাটার।

কারা এলেন, কারা বাদ গেলেন?
  • নতুন মুখ/প্রত্যাবর্তন: ঈশান কিষাণ ছাড়াও দলে জায়গা করে নিয়েছেন মারকুটে ব্যাটার রিঙ্কু সিং এবং উঠতি পেসার হর্ষিত রানা। আইপিএল ও ঘরোয়া টুর্নামেন্টে নজর কাড়া অভিষেক শর্মা ওপেনিংয়ের জন্য ডাক পেয়েছেন।
  • বাদ পড়লেন যারা: শুভমন গিল ছাড়াও বাদ পড়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা।
এক নজরে ২০২৬ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে শিরোপা ধরে রাখাই এখন সূর্য-বাহিনীর প্রধান লক্ষ্য।

Published on: ডিসে ২২, ২০২৫ at ২১:৩৪


শেয়ার করুন