
Published on: মার্চ ৮, ২০২৫ at ১৬:৪৯
এসপিটি নিউজ, কলকাতা, ৮ মার্চ : ‘ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান…।
কবিগুরুর গানের তালে তালে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল তাদের বসন্ত উৎসব-এর আয়োজন করেছে কলকাতা প্রেস ক্লাবে আগামী ১২ মার্চ। বাংলার পর্যটন ব্যবসায়ীদের অন্যতম সেরা এই সংগঠঙ্গুলি বিগত কয়েক বছর দঝরে বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে বজায় রেখে এই উৎসব ইয়দযাপন করে চলেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার তাদের এই উৎসবের ভূমিতে মুখ্য আকর্ষণ হিসাবে থাকছে বাংলার বিখ্যাত গানের ব্যান্ড ‘দোহার’।
অ্যসোসিয়েশনের সভাপতি সাগর গুহ, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহার য়ত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি হতে চলেছে কলকাতা প্রেস ক্লাবে। তবে অ্যাসোসিয়েশনের সবচেয়ে সিনিয়র কার্কর্তা মুখ্য উপদেষ্টা সমর ঘোষের নির্দেশনা এটিএসপিবি-কে সাফল্যের পথে এগিয়ে নিয়ে চলেছে।
যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও তারা কলকাতা প্রেস ক্লাবে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে নাচ ও গানের বিষয়টি রেখেছে। সঙ্গীত পরিবেশনে থাকছে বিখ্যাত বাংলা ব্যান্ড ‘দোহার’। নৃত্য পরিবেশন করবে কারুকৃৎ কালচারাল ক্লাব ও নৃতাঙ্গন ড্রিমস অ্যাকাদেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ভারত সরকারের পর্যটন মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস।
Published on: মার্চ ৮, ২০২৫ at ১৬:৪৯