Published on: জুলা ১৪, ২০২৪ at ২৩:৪৯
এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুলাই: জুলজিক্যাল গার্ডেন আলিপুর 14ই জুলাই, 2024-এ বিশ্ব শিম্পাঞ্জি দিবস এবং বনমহোৎসব উদযাপন করেছে৷ এই উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী দর্শকদের সুবিধার জন্য ব্রেইল ব্যাজগুলি উন্মোচন করা হয়৷
আন্তর্জাতিক চক্ষু ব্যাঙ্ক, কলকাতা চ্যাপ্টারের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো একটি চিড়িয়াখানায় 20টি ঘেরের সামনে ব্রেইল ব্যাজ স্থাপন করা হয়েছে।
শিম্পাঞ্জি দিবসের অংশ হিসেবে চিড়িয়াখানার দর্শকদের জন্য কিছু ইন্টারেক্টিভ গেমিং সেশনের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। রাজ্যের বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, নীরজ সিংহল, PCCF (HOFF), সৌরভ চৌধুরী, সদস্য সচিব, WBZA এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিম্পাঞ্জিদের রক্ষক তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং অনুষ্ঠান চলাকালীন আলিপুর চিড়িয়াখানার শিম্পাঞ্জিদের একটি ভিডিও দেখানো হয়েছে। সকল অংশগ্রহণকারীদের একটি করে চারা উপহার দেওয়া হয়। এছাড়াও বনমহোৎসব চলাকালীন চিড়িয়াখানার স্যুভেনির শপ থেকে পাওয়া সমস্ত আইটেম 10% ছাড়ে বিক্রি করা হবে।
বনমহোৎসব উদযাপন, বিশ্ব শিম্পাঞ্জি দিবস এবং 14 জুলাই, 2024-এ আলিপুরের জুলজিক্যাল গার্ডেনে ব্রেইল ব্যাজের উদ্বোধন।
মাননীয় MoS (IC) বন, শ্রীমতি বীরবাহা হাঁসদা, অতিরিক্ত মুখ্য সচিব বন ও ফায়ার সার্ভিস শ্রী মনোজ আগরওয়াল, PCCF, HoFF, শ্রী নীরজ সিংঘল, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক চক্ষু ব্যাঙ্ক, কলকাতা চ্যাপ্টারের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো একটি চিড়িয়াখানায় 20টি ঘেরের সামনে ব্রেইল ব্যাজ স্থাপন করা হয়েছে।
Published on: জুলা ১৪, ২০২৪ at ২৩:৪৯