“ম্যায় ভি চৌকিদার”- অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে যারাই লড়ছেন তারা সকলেই চৌকিদার-ট্যুইট করে বললেন প্রধানমন্ত্রী মোদি

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মার্চ ১৬, ২০১৯ @ ১৮:০২

এসপিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এক ট্যুইট-এ “ম্যায় ভি চৌকিদার” এই বার্তা প্রচার শুরু করে দিলেন। এখানে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওটিতে তিনি কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা, দুর্নীতির উপর নিষেধাজ্ঞা, জাতীয় সড়ক নির্মাণ এবং সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করার শপথ নিয়েছেন। ভিডিওটির শেষে ৩১শে মার্চ সন্ধ্যা ৬টায় মোদির সঙ্গে যোগ দিতে আবেদন করা হয়েছে। মোদি বলেন- যে ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তিনিও একজন চৌকিদার।

চৌকিদার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে

১) এদিন মোদি রাহুল গান্ধীর “চৌকিদার চোর হ্যায়” বলে যে ভাবে কটাক্ষ করেছিলেন মোদি এদিন তারও জবাব দেন। তিনি ট্যুইট করেন-আপনার চৌকিদার কর্তব্যের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং দেশের সেবায় নিয়োজিত আছে। কিন্তু আমি একলা নই। এমন সব মানুষই সমাজের দুর্নীতি, আবর্জনা, অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তারা সকলেই এক একজন চৌকিদার। আজ প্রত্যেক ভারতীয় বলছেন-“ম্যায় ভি চৌকিদার।”

মোদির বিরুদ্ধে রাহুল সমানে অভিযোগ এনেই চলেছে

১) সমাবেশ ও রোড শোয়ের সময় রাহুল গান্ধী প্রায়ই রাফেলের কথা উল্লেখ করে জনগণকে বলছেন যে মোদি দুর্নীতিগ্রস্ত। তিনি জনগণের কাছে স্লোগানও প্রয়োগ করেন – ‘চৌকিদার চোর হ্যায়’।

২) রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কিছু মানুষের কাছে ক্ষোভের পাত্র বনেছেন। সম্প্রতি, মহারাষ্ট্র স্টেট সিকিউরিটি গার্ড ইউনিয়ন পুলিশের কাছে অভিযোগ করেছে যে কংগ্রেস সভাপতিী ধরনের স্লোগান দিয়ে সব চৌকিদারদের অপমান করেছেন, এজন্য তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত।

৩) ইউনয়নের প্রধান সন্দীপ ঘুঘে বলেন, পুলিশ রাহুলের বিরুদ্ধে মামলা করুক। তিনি সমস্ত চৌকিদারদের  অপমান করেছেন। পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে তবে কংগ্রেস সভাপতি ভবিষ্যতে তাঁর অপমান এড়াতে পারবেন।

“উল্টে চোর পাহারাদারকে ধমকাচ্ছে”

১) ফেব্রুয়ারিতে লোকসভার শেষ অধিবেশনে মোদি বলেছিলেন, “আপনি বলেছেন যে মোদি প্রতিষ্ঠান ধ্বংস করছে, খতম করে দিচ্ছে। আমরা এখানে এ ব্যাপারে বলার আছে। আরে এ তো চোর নিজেই চৌকিদারকে ধমকাচ্ছে। আমার মনে হয় এর উপর বিচার করা খুব প্রয়োজন। জরুরী সময়ে দেশকে কংগ্রেস নষ্ট করেছে, কিন্তু বলছে মোদি সব ধ্বংস করে দিচ্ছে। সেনাবাহিনীকে অপমান করছে। সেনা প্রধানকে বলছে গুন্ডা, আর বলছে মোদি প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিচ্ছে। অভ্যুত্থানের গল্প গড়া হয়। সেনাবাহিনীর সম্মান নিয়ে এ  বিশাল বিদ্রোহ। এই যে পাপ আপনি করেছেন, ভারতের সেনার বুকে ক্ষত করেছেন। আজ পর্যন্ত কেউ এমন পাপ করেননি শুধু রাজনীতির জন্য। এ খুব খারাপ করেছেন।”

Published on: মার্চ ১৬, ২০১৯ @ ১৮:০২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − 79 =