২০১৮ ফিফা বিশ্বকাপঃ এই ৬টি ক্লাবের সবচেয়ে বেশি খেলোয়াড়কে রাশিয়ায় দেখা যাবে

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ৬, ২০১৮ @ ১৬:৪৪

এসপিটি স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল নিয়ে সবচেয়ে বেশি মানুষের আগ্রহ। তার উপর আগ্রহ এখন আরও বাড়িয়ে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া।বেশ কয়েক বছর আগেও ফুটবলপ্রেমীদের ভালো ফুটবল দেখার জন্য বিশ্বকাপের দিকে চেয়ে থাকতে হত। এখন তার আগেই সেরা খেলোয়াড়দের দেখার সুযোগ হয়ে যাচ্ছে ক্লাব ফুটবলের দৌলতে। খেলোয়াড়দের বিখ্যাত করে তুলছে মূলত ইউরোপের সেরা ক্লাবগুলি।সেইসব সেরা ক্লাবগুলির সেরা সেরা খেলোয়াড়দের ফের দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, লা-লিগা ও ফরাসি লিগের ক্লাবেরই প্রাধান্য দেখা গেছে সেরা ছয় ক্লাবের তালিকায়। যেখান থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নিতে চলেছে রাশিয়ার ফুটবল মহারণে। যদিও এই তালিকায় নেই লিভারপুল, জুভেন্তাস কিংবা বেয়ার্ন মিউনিখের নাম। তবে লিভারপুলের মাত্র আটজন খেলোয়াড়কে বিশ্বকাপে খেলতে দেখা যাবে। জুভান্তাসে ইতালির ১১জন খেলোয়াড় ছাড়াই বাকি স্বল্প কয়েকজনকে দেখা যাবে।তবে জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও বেয়ার্ন মিউনিখের ১১জন করে খেলোয়াড়কে দেখা যাবে। এবার যদি ইতালি রাশিয়া যাওয়ার ছাড়পত্র পেত তাহলে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব হিসেবে সব চেয়ে বেশি খেলোয়াড় থাকত রাশিয়া বিশ্বকাপে।

যে ৬টি সেরা ক্লাব তালিকায় স্থান পেয়েছে, তাদের মধ্যে বিশ্বকাপের সবচেয়ে কম সদস্য আছে মাত্র দুটি ক্লাবে। মাত্র ১২জন। আর সবচেয়ে বেশি সদস্য ১৬জন। সেক্ষেত্রে ইতালি বিশ্বকাপে খেললে এবার জুভেন্তাসের বিশ্বকাপে খেলতে যাওয়া সদস্যের সংখ্যা দাঁড়াত ২২-এর কাছে। তার ধারে কাছেও কাউকে দেখা যেত না। তবে বর্তমান পরিস্থিতিতে তালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছে ম্যঞ্চেস্টার সিটি।

৬. টট্যেনহাম হটসপুর (১২জন খেলোয়াড়)

ইংলিশ প্রিমিয়ার লিগে টট্যেনহাম অত্যন্ত সুপরিচিত নাম। ইংল্যান্ড বিশ্বকাপ দলে এই ক্লাবের পাঁচজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন।নর্থ লন্ডন ক্লাবের এই পাঁচজনকে নিয়ে আশার আলো দেখছে ইংল্যান্ড। তাঁরা হলেন-ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, কিরেন ট্রিপ্যিয়ার, ড্যানি রোজ, এরিক ডায়ার ও ডেলে আল্লি। এরা সকলেই স্টার খেলোয়াড়।

এই ক্লাবের অধিনায়ক হুগো ল্যোরিস থাকবেন বিশ্বকাপের ময়দানে। যেখানে তিনি তাঁর দেশ ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। এছাড়াও বেলজিয়াম বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া তিন খেলোয়াড় জ্যান ভার্তোঙ্ঘের, তোবি অ্যাল্ডারউইর্ল্ড এবন মৌসা ডেমবেলেও টট্যেনহাম ক্লাবের খেলোয়াড়।

এছাড়াও এই ক্লাবের আরও তিন নির্ভরযোগ্য খেলোয়াড় ডেভিনসন স্যাঞ্জেজ, ক্রিশ্চিয়ান এরিকসন, সন হাং-মিন যথাক্রমে কলম্বিয়া, ডেনমার্ক ও দক্ষিন কোরিয়ার প্রতিনিধিত্ব করবেন।

৫. প্যারিস সেইন্ট-জের্মেইন (১২জন খেলোয়াড়)

বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের ক্লাবগুলির মধ্যে ফ্রান্সের পিএসজি এখন বেশ ভালো জায়গায় আছে। আঘাতজনিত কারনে এই ক্লাবের চারজন ফুটবলার ফিরে না এলে এবার তালিকার উপরের দিকে থাকত ফরাসি এই ক্লাবটি। এবার তাদের যে সব খেলোয়াড় আঘাত জনিত কারণে বিশ্বকাপে খেলতে পারছেন না তাঁরা হলেন ড্যানি অ্যালভেজ, অ্যাড্রিয়ন র‍্যাবিওট, জেভিয়ার পাস্তুর, লেভিন কুরজাওয়া। পিএসজি-তে খেলা তিন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার, মারকুইনহো এবং থিয়াগো সিলভাকে দেখা যাবে ব্রাজিলের স্কোয়াডে।

পিএসজি-র আরও তিন ফরাসি খেলোয়াড় কিলিয়ান এম্বিঅ্যাপে, প্রেসনেল কিমপেমবে, অ্যালফ্যানসে অ্যারিওলাকেও দেখা যাবে ফ্রান্স দলে। জার্মানি দলে দেখা যাবে জুলিয়ান ড্রাক্সলার, কেভিন ট্র্যাপকে। বেলজিয়াম স্কোয়াডে সম্ভবত টমাস মুনিয়ারকে।

আর্জেন্টিনা দলে দেখা যাবে পিএসজি-র অ্যাঙ্গেল ডি মারিয়া ও জিওভানি লো সেলসোকে। একইভাবে উরুগুয়ে দলে দেখা যাবে অন্যতম বিখ্যাত খেলোয়াড় এডিনসন ক্যাভানিকে।

৪.চেলসি (১৪জন খেলোয়াড়)

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ শক্তিশালী দল চেলসি।রাশিয়া বিশ্বকাপে দেখা যাবে এমন ১৩জনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। এছাড়াও তাদের ১৪জন খেলোয়াড় এবার রাশিয়া বিশ্বকাপে খেলবে তাদের নিজের দেশের জার্সি গায়ে। তাঁরা হলেন-দুই ইংলিশ খেলোয়াড় গ্যারি ক্যাহিল ও রুবেন লুফটাস-চিক।বেলজিয়ামের জার্সি গায়ে খেলতে দেখা যাবে ইডেন হ্যাজার্ড, থিবাউট কার্টোইজ এবং মিকি ব্যাতসহুয়াইকে।

এছাড়াও ফ্রান্সের দুই প্রধান খেলোয়াড় অলিভিয়ার জিরাড এবং এন’গোলো কান্তেকেও দেখা যাবে রাশিয়ায়।চেলসির একমাত্র স্প্যানিশ খেলোয়াড় সিজার অ্যাজপিলিকিউটা থাকছে স্পেনের জাতীয় দলে। অ্যান্টোনিও রুডিগার ও আন্দ্রে ক্রিস্টেনসানও থাকছে রাশিয়ায়।

নাইজেরিয়ার দুই জাতীয় ফুটবলার ভিক্টর মোজেস এবং কিনিথ ওমেরু দু’জনকে দেখা যাবে রাশিয়ায়। ওমেরু বিশ্বকাপের সবচেয়ে নবীন খেলোয়াড়। ২৪ বছর বয়সী ওমেরু নাইজেরিয়ার হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন।

আরও যে দু’জন খেলোয়াড় চেলসির এবারের বিশ্বকাপে খেলবেন তাঁরা হলেন একজন ব্রাজিলের উইলিয়ান ও আর্জেন্টিনার উইলি ক্যাবেল্লিরো।

বার্সেলোনা (১৪জন খেলোয়াড়)

এর আগের দু’টি বিশ্বকাপে স্পেন দলে বার্সেলোনা থেকে মাত্র চারজন খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার যে চারজন সুযোগ পেয়েছেন তাঁদের সকলকেই এবার প্রথম একাদশে দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে। এঁরা হলেন-জিরাড পিক, সের্গিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা ও জর্ডি আলবা।

আরও পাঁচ খেলোয়াড়কে এবারের রাশিয়া বিশ্বকাপে ইউরোপের দলগুলিতে খেলতে দেখা যাবে। তাঁরা হলেন ফ্রান্সের স্যামুয়েল উমতিতি উসমানে ডিমবেলে।মার্ক-আন্দ্রে তির স্টিগেন, ইভান র‍্যাকিটিক এবং টমাস ভার্মিলিন। এঁদের যথাক্রমে জার্মানি, ক্রোয়েশিয়া এবং বেলজিয়ামের হয়ে খেলতে দেখা যাবে।

বার্সেলোনার আরও দুই খেলোয়াড়কে দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে। দক্ষিণ আমেরিকার দু”টি দল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও উরুগুয়ের লুই সুয়ারেজকে। এছাড়াও ব্রাজিল দলে দেখা যেতে পারে ফিলিপ্পি কুটিনহো এবন পাওলিনহোকে। কলোম্বিয়ার হয়ে নামতে দেখা যাবে জেরি মিনাকে।

২.রিয়েল মাদ্রিদ (১৫জন খেলোয়াড়)

এবারের রাশিয়া বিশ্বকাপে স্পেনের দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করবে রিয়েল মাদ্রিদের ফুটবলাররা। রিয়েল মাদ্রিদের অধিনায়ক সের্গিও র‍্যামোস যিনি আবার স্পেন জাতীয় দলের অধিনায়ক। তিনি ছাড়াও এই ক্লাব থেকে স্পেন দলে আছেন ড্যানি কার্ভাজল, ন্যাচো, মার্কো অ্যসেনসিও, ইসকো এবং লুকাস ভ্যাস্কুয়েজ।

ক্রোয়েশিয়া দলে দেখা যাবে এখানকার আরও দুই ফুটবলার লুকা মডরিক এবং মাতিও কোভাকিকে।পর্তুগালের অধিনায়ক রিয়েল মাদ্রিদের সুপারস্টার সি আর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জার্মানির টনি ক্রুজ, ফ্রান্সের রাফায়েল ভ্যারানেকেও রাশিয়ায় দেখা যাবে।মার্সিলো এবং ক্যাসিমিরোকেও সম্ভবত ব্রাজিল দলর হয়ে রাশিয়া বিশ্বকাপে দেখা যেতে পারে। এদের ক্লাব সঙ্গী কোস্টারিকার কিলোর নাভাসের সঙ্গে গ্রুপ ম্যাচেই মুখোমুখি হবেন তাঁরা।

আশরফ হাকিমিকে দেখা যাবে মরক্কোর হয়ে খেলতে।হাকিমি জন্মেছেন মাদ্রিদে। কিন্তু তিনি খে্লবেন মরক্কো জাতীয় দলের হয়ে।

১. ম্যাঞ্চেস্টার সিটি (১৬জন খেলোয়াড়)

রাশিয়ায় এবার ইনল্যান্ড দলে ম্যান সিটির চার ফুটবলারকে দেখা যাবে। এঁরা হলেন-কিলি ওয়াকার,রহিম স্টারলিং, জন স্টোন্স ও ফেবিয়ান ডেলফ। এখানিওকার আরও চার ফুটবলারকে দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলের জার্সি গায়ে। তাঁরা হলেন-ফার্নান্ডিনহো, গ্যাব্রিয়েল জেসাস, এডারসন ও ড্যানিলো।

ম্যান সিটিতে খেলে আর্জেন্টিনা ও বেলজিয়ামের দুইজন করে খেলোয়াড়কেও দেখা যাবে রাশিয়ায়। তাঁরা হলেন-আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি ও স্ররগিও অ্যগুয়েরা। আর বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি ও কেভিন ডে ব্রুইন।

এছাড়াও ম্যান সিটির আর যে চার খেলোয়াড়কে রাশিয়ায় দেখা যাবে তাঁরা হলেন জার্মানির এলকে গুন্ডোগান, পর্তুগালের বার্নার্ডো সিলভা, স্পেনের ডেভিড সিল্ভা ও ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি।

Published on: জুন ৬, ২০১৮ @ ১৬:৪৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4