হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু হতেই অসাধারণ নৈপুণ্যে স্কুলবাস থামিয়ে সহপাঠীদের বাঁচাল এক ছাত্র

Main বিদেশ
শেয়ার করুন

  • এই ঘটনার পর নাহার আল আনজি নামে এক শিক্ষার্থীর প্রশংসায় সবাই পঞ্চমুখ।
  • প্রাণে বেঁচে যায় বাসে থাকা সকল শিক্ষার্থী।ঘটনাটি ঘটেছে সৌদি আরবের তৈমায়।

Published on: নভে ৫, ২০১৯ @ ২১:৪০

এসপিটি নিউজ ডেস্ক:  রীতিমতো অভাবনীয় ঘটনা! শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় আচমকাই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় স্কুল বাস চালকের। আর সেই মুহূর্তে ত্রাতার ভূমিকায় এক শিক্ষার্থী এগিয়ে এসে চলন্ত বাসটিকে কিছুদূর চালিয়ে নিয়ে এসে থামাতে সক্ষম হয়। প্রাণে বেঁচে যায় বাসে থাকা সকল শিক্ষার্থী। এই ঘটনার পর হিরো বনে গেছে শিক্ষার্থী নাহার আল আনজি। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের তৈমায়।খলিজ টাইমস এই সংবাদ দিয়েছে।

ঠিক কি ঘটেছিল

সোমবার সৌদি আরবের তাইমা গভর্নরে এক বিদ্যালয়ের ছুটির পর ছাত্রদের নিয়ে স্কুলবাস নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝ রাস্তায় আচমকাই ঘতে যায় বিপত্তি। হঠাৎ স্কুল বাসের চালকের হার্ট অ্যাটাক হয়।স্টিয়ারিংযের উপর মাথা দিয়ে পড়ে যায়। সেই মুহূর্তে বাসটি এলোমেলো হয়ে ছুটতে থাকে। আর সেই সময় কাছেই বসে থাকা এক ছাত্র চটজলদি এসে স্টিয়ারিং ধরে। কোনওরকমে বাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে থামাতে সমর্থ হয়। রক্ষা পায় বাসের ভিতর থাকা অন্যান্য পড়ুয়ারা।

শিক্ষার্থীর প্রশংসা করছেন সকলে

  • এই ঘটনার পর নাহার আল আনজি নামে এক শিক্ষার্থীর প্রশংসায় সবাই পঞ্চমুখ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে শিক্ষার্থীর মনের উপস্থিতি বাসের ভিতর থাকা অন্যান্য সমস্ত ছাত্রকে এই যাত্রায় বাঁচিয়েছে।ছবিতে দেখা গেছে, ঘটনার কারণে বাসটিকে সামান্য ক্ষয়ক্ষতি দেখা গেছে।
  • তৈমায় শিক্ষা অফিসের পরিচালক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তিনি এই ঘটনায় শিক্ষার্থীদের বাস থামানোর প্রচেষ্টার প্রশংসা করেছেন।স্কুলের পরিচালক বাসচালক মোতাব আল আনজির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Published on: নভে ৫, ২০১৯ @ ২১:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 10