সরব মমতা বললেন- প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শান্তি প্রতিষ্ঠা করতে এই আইন বন্ধ করুন

দেশ রাজ্য
শেয়ার করুন

মমতা বলেন-“আমি নিরপেক্ষ সংস্থার দ্বারা গণভোট করানোর কথা বলেছিলাম। উদাহরণ হিসেবে রাষ্ট্রসংঘের কথা উল্লেখ করেছি। আমি চাই নিরপেক্ষ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গণভোট হোক।”

Published on: ডিসে ২০, ২০১৯ @ ১৭:১৬ 

এসপিটি নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর: সব মানুষের নাগরিক অধিকার যাতে বলবৎ থাকে তা যাতে বন্দুকের নল দেখিয়ে কেড়ে না নেওয়া হয় সেজন্য আবার অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তাকে বলব মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তো দেশে আগুন জ্বলছে সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করুন। তাই জেদাজেদি না করে এটা প্রত্যাহার করুন। আইন তো মানুষের জন্য, সেই আইন মানুষের বিরুদ্ধেই যায় তাহলে কি হবে?তাই আমি প্রধানমন্ত্রীকে বলব- “আপনি নিজে এটাকে বন্ধ করুন, যাতে সমস্ত অশান্তি দূর হয়ে যায়।মানুষের অস্তিত্ব যাতে হারিয়ে না যায় তা দেখতে হবে।”

গণভোট- ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন মমতা

এদিকে এদিন কলকাতায় তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা বিচারে গণভোট দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- “আমি নিরপেক্ষ সংস্থার দ্বারা গণভোট করানোর কথা বলেছিলাম। উদাহরণ হিসেবে রাষ্ট্রসংঘের কথা উল্লেখ করেছি। আমি চাই নিরপেক্ষ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গণভোট হোক। মমতার এই অবস্থান নিয়ে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবির প্রশ্ন তুলেছে-“ভোটের রাজনীতির জন্য কি দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেললেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? এরপরই বিজেপির প্রতি মমতার পাল্টা কটাক্ষ-“১৯৮০ সালের একটা দলের কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না।”

ইন্টারনেট পরিষেবা বন্ধ

এদিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের নামে কলকাতা সহ আশপাশের সংলগ্ন অঞ্চলে বিক্ষোভের ফলে এদিন অলিখিতভাবেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার খবর আসে।ফলে শুক্রবার সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে থেকে শুরু করে বহু মানুষ ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হন। বাড়ে দুর্ভোগ। এর ফলে সব থেকে বেশি অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। প্রসঙ্গত গত এক সপ্তাহ ধরেই রাজ্যের ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।এদিন কলকাতায় যেসব এলাকায় ইন্টারনেট পরিষেবা সকাল থেকে বন্ধ থাকার খবর এসেছে সেগুলি হল- কামালগাজি, বিজয়গড়, পার্ক সার্কাস, বিশ্ববাংলা সরণির পাশের এলাকা, খিদিরপুর, মোমিনপুরে।

Published on: ডিসে ২০, ২০১৯ @ ১৭:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 81 = 88