সবং-এ একটি বুথে ভোট লুঠ রুখতে শূন্যে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, বাকি সবটাই ছিল শান্তিপূর্ণ

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                     ছবিঃ রামপ্রসাদ সাউ

 Published on: ডিসে ২১, ২০১৭ @ ০৯:০৯

১১:২২:৩৫ অপরাহ্ণ. Last edited     

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                     ছবিঃ রামপ্রসাদ সাউ

 

এসপিটি নিউজ, সবং, ২১ ডিসেম্বরঃ আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট শুরু হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পক্ষে-বিপক্ষে অভিযোগ আসতে শুরু করে।ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও দিনের উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বিষ্ণুপুর পূর্ববাঁধ প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে ভোট লুঠ রুখতে এদিন কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি চালায়। তাদের এজেন্টদের বুথে বসতে দেয়নি এই অভিযোগ করে খড়্গপুর শহরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।এছাড়া বাকি সটাই মিটেছে শান্তিপূর্ণভাবে।

সবং উপ-নির্বাচনে ভোট পড়েছে ৮৭%। জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একদল বাইক বাহিনী ভোট লুঠ করতে আসে।বাইরে তখন দাঁড়িয়ে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। বিপদ বুঝে ভিতর থেকে ঘরের দজায় শিকল তুলে দেন প্রিসাইডিং অফিসার।বাইক বাহিনীকে আটকাতে তখন সি আর পি এফ জওয়ানরা মোট সাত রাউন্ড শূন্যে গুলি চালিয়ে বাইক বাহিনীকে ছত্রভঙ্গ করে। এই সময় ১৪ মিনিট ভোট গ্রহণ পর্ব বন্দ ছিল। তৃণমূল কংগ্রেস নেতা শুকদেব বর্মন ও সুনীল বর্মন অভিযোগ করেন, বিষ্ণুপুর পূর্ববাঁধ প্রাথমক বিদ্যালয়টি একেবারেসীমানা লাগোয়া। কাছেই পটাশপুর। সেদিক থেকেই সিপিএমের বাইক বাহিনী এসছিল ভোট লুঠ করতে। যদিও সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে। এই বুথে সি আর পি এফ-এর ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের জোয়ানরা মোতায়েন ছিল।

সবং-এর গিধনি-নিশ্চিন্দিপুর ১৪ নম্বর বুথে ভোট দেন সাংসদ মান্স ভুঁইয়া ও তাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়া। মানসবাবু বলেন, গতবার আমি যে ব্যবধানে জিতেছিলাম এবারের ব্যবধান তার চেয়ে অনেক বেশি হবে।যারা আমার বিরুদ্ধে প্রচার করে গেল যে আমি নাকি সবং-এর কোনও উন্নয়ন করিনি তারা ফলাফল বেরোলেই তার উপযুক্ত জবাব পেয়ে যাবেন।

এদিন নির্দিষ্ট সময়ে সবং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন শুরু হয়। প্রথম এক ঘণ্টায় ভোট পড়ে খুব কম। মাত্র ৩৭টি। ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন বুথে শুরু হয় গণ্ডগোল।অধিকাংশ বুথেই বিজেপি সহ বিরোধীরা এজেন্ট দিতে পারেনি। বিষ্ণুপুর জিপি-র মুরারীচক থেকে অস্ত্র সমেত এক বাইক আরোহীকে আটক করে কেন্দ্রীয় বাহিনী।বলপাই এর ১৫৫নং গোটগেড়্যা বুথে পোলিং এজেন্ট চন্দন মাইতির মাথা ফাটানো হয়। পিংলা ব্লকের জলচক-২ অঞ্চলের ১১১ নম্বর বুথেমাত্র ১২টি ভোট পড়ে প্রথম এক ঘণ্টায়। ভোট বন্ধ হয় ৪ বার।

জলচক ১১৪ ও ১১৬ নম্বর বুথে মোট ২১টি ভোট পড়ে প্রথম এক ঘণ্টায়।বলপাই-এর পেরুয়া বুথে প্রতিরোধ।ভেমুয়ার জানকিবাড় বুথে গন্ডগোল।সবং ব্লকের বলপাই অঞ্চলের ১৭০. ১৬৯. ১৬১ নং বুথে বিজেপির পোলিং এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।জলচক ২ গ্রাম পঞ্চায়েতের আগরআড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৯০ নম্বর বুথে ভোটারদের উপস্থিতি ছিল খুব ভাল। ঐ বুথে ৭৩৬জন ভোটারদের মধ্যে প্রায় ৭০০জন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে ভোটের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন পড়ে।

সবং উপ-নির্বাচনে প্রার্থী সংখ্যা মোট পাঁচ জন। বিজেপির অন্তরা ভট্টাচার্য্য, তৃণমূল কংগ্রসের গীতারানী ভুঁইয়া, সিপিএমের রীতা জানা মণ্ডল, কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক, এসইউসি-র দীনেশ মাইকাপ। মোট ভোটার ২ নক্ষ ৪৫ হাজার। মোট ১৬টি অঞ্চলের ৩০৬টি বুথে ভোটগ্রহণ হয়।

 

১১:২২:৩৫ অপরাহ্ণ. Last edited     

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 + = 62