শালবনীর মানুষ এবার থেকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা, জানিয়ে গেলেন জিন্দল গোষ্ঠীর এই শিল্পপতি

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদদাতাত-বাপ্পা মন্ডল                                                                            ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২৬, ২০১৮ @ ২১:৪৩

এসপিটি নিউজ, শালবনী, ২৬ ডিসেম্বরঃ শালবনীতে ইতিমধ্যেই জিন্দল গ্রুপের কারখানা গড়ে উঠছে। মুখ্যমন্ত্রী তার উদ্বোধনও করে গিয়েছেন। সেই সময় জিন্দল গোষ্ঠী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন এলাকার উন্নয়নে তারা কাজ করবেন। এমনকি, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতেলের চিকিৎসা পরিষবা আরও উন্নত্তর করতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।সেই মতো তারা এগিয়ে এসেছেন।

বুধবার জিন্দল গ্রুপের অন্যতম কর্তা শিল্পপতি পার্থ জিন্দল এক প্রতিনিধি দল নিয়ে এই হাসপাতাল পরিদর্শনে আসেন। জান গিয়েছে,পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে র পরিষেবা প্রদানের দায়িত্বভার নিচ্ছেন জিন্দাল ফাউন্ডেশন।

পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ।তিনি কথা বলেন পার্থ বাবুর সাথে। সরকারের তরফে চলে আসা সমস্ত পরিষেবাগুলি বিনামূল্যে চলার সাথে সাথে আরও উন্নততর আধুনিক চিকিৎসার সুযোগ মানুষ পাবেন বলে শিল্পপতি পার্থ জিন্দাল তাঁকে জানান।

নেপাল সিংহ জানান, “মুখ্যমন্ত্রী আগেই শালবনী সুপার স্পেশালিটি নিয়ে তাঁর প্রত্যয় এবং বিনামূল্যে পরিষেবাগুলি চালু থাকার কথা জানিয়েছিলেন, আজ পার্থ জিন্দালও একই আশ্বাস দিলেন।” শালবনী থানার আধিকারিক বিশ্বজিৎ সাহা, শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষীকান্ত ঘোষ ও জিন্দল ফাউন্ডেশন এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Published on: ডিসে ২৬, ২০১৮ @ ২১:৪৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 + = 54