রেলযাত্রীদের জন্য সুখবরঃ এবার ট্রেনের ভিতরেও মিলবে WI-FI পরিষেবা

Main দেশ রেল
শেয়ার করুন

Published on: জুন ২৩, ২০১৯ @ ২১:৪৪

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৩জুন:  রেলওয়ে স্টেশনের পর এবার ওয়াই-ফাই সুবিধা মিলবে ট্রেনে। রেল মন্ত্রণালয় এমনই সিদ্ধান্ত নিয়েছে। যাতে এখন থেকে রেলযাত্রীরা ট্রেনের ভিতর বসেই নিজেদের ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন। তবে অধিকাংশ যাত্রী এই সুবিধার মাধ্যমে মনোরঞ্জন উপভোগ করতে পারবেন।

এখনও পর্যন্ত রেল 1603টি স্টেশনে ওয়াই-ফাই সুবিধা কার্যকর করেছে। যদিও 4882টি স্টেশনে ওয়াই-ফাই সুবিধা প্রদানের কাজ চলছে। কিন্তু স্টেশনে এই সুবিধা মেলার ফলে যাত্রীরা স্টেশন কিংবা তার থেকে একটু দূরে আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। এরপর তারা যখন ট্রেনে ওঠেন তখন তারা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েন। কারণ সেখানে এই সুবিধা থাকে না সেখানে তখন নিজের মোবাইলের ডেটার উপর নির্ভর করে ইন্টারনেট পরিষেবা চলতে থাকে। কিন্তু তাও সর্বত্র থাকে না। অনেক সময় তাও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই কারণে ট্রেনের ভিতর না লাইভ টিভি কভারেজ দেখা সম্ভব হয় না লাইভ সিসিটিভি ক্যামেরা ফুটেজ মনিটারিং করা সম্ভব হয়। একই ভাবে বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেনের ভিতর সার্বজনিক ঘোষণার জন্য লাগানো টিভি মনিটরে নির্দিষ্ট স্টেশনের সম্পর্কে কোনও বার্তাই পৌঁছনো সম্ভব হয় না।ওয়াই-ফাই চালু হলেই এইসব সমস্যার সমাধান সম্ভব হয়ে যাবে।

আর এইজন্য রেল দফতর নিজেই স্পেকট্রাম নেওয়ার প্রয়াস শুরু করেছে। সরকার স্পেকট্রাম নেওয়ার পরই রেল লাইনের ধারে ধারে কিছু দূরে দূরে মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করে দেবে রেল। যেখানে অপটিক্যাল ফাইবার কেবল-এর সাথে এই কানেকশন যুক্ত করা হবে। এর ফলে রেল যাত্রীরা নিজের কোচের ভিতর বসেই ইন্টারনেট পরিষেবার সুবিধা নিতে পারবেন। এখনই স্টেশনগুলিতে নিজেদের কোম্পানির স্পেকট্রাম এবং সেট-আপের উপযোগ করা হয়েছে।

এই সুবিধা চালু হয়ে গেলে রেল পরিষেবায় বিপ্লব আসসবে। কারণ, ট্রেনের ভিতর সিসিটিভি-র লাইভ ক্যামেরা ফুটেজ মনিটারিরং-এর মাধ্যমে কন্ট্রোল রুম ট্রেনের যাত্রাপথ সম্পর্কে ও তার গতিবিধির উপর নজর রাখতে পারবে। একই সঙ্গে একজিকিউটিভ পদ মর্যাদার মানুষ এই সুবিধার মাধ্যমে তাদের দরকারি কাজ ট্রেনের ভিতর বসেই সারতে পারবেন। এর ফলে ট্রেনের ভিতর ঘটে যাওয়া অপরাধ দমন করা অনেক সহজ হবে।

এই সুবিধার মাধ্যমে ভবিষ্যতে ট্রেন প্রোটেকশন এন্ড ওয়ার্নিং সিস্টেম বা টিপিএডব্ল্যউএস-এর মাধ্যমে ট্রেন দুর্ঘটনা রোখা সম্ভব হবে।

Published on: জুন ২৩, ২০১৯ @ ২১:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =