রামপুরহাট হত্যাকাণ্ড: এখনও ১০টি মৃতদেহ উদ্ধার, অপসারিত এসপডিপিও ও আইসি

Main রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২২, ২০২২ @ ২১:৩৩

এসপিটি নিউজ, রামপুরহাট, 22 মার্চ:  গতকাল রাতে রামপুরহাটের একটি গ্রামে স্থানীয় উপপ্রধান ভাদু শেখ খুনের পর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ আগুনে পুড়ে মৃত্যু হয় মোট ১০ জনের। বিশেষ করে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া একটি বাড়ি থেকে উদ্ধার হয় সাতজনের মৃতদেহ। এই ঘটনার পর রামপুরহাটের এসডিপিও ও থানার ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে।

এক তৃণমূল নেতা উপ-প্রধানকে হত্যা এবং বাড়িঘরে আগুন লাগানোর পর দমকল আধিকারিকরা কয়েকজনের মৃত্যু্র বিষয়ে নিশ্চিত করেছে। উদ্ধার করা হয়েছে একাধিক মৃতদেহ।

বীরভূম জেলার রামপুরহাট মহকুমার এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে রাজ্যের ডিজি মনোজ মালব্য জানান- “গতকাল রাতে তৃণমূল নেতা ভাদু শেখের খুনের খবর পাওয়ার এক ঘণ্টা পর আশপাশের সাত-আটটি বাড়িতে আগুন লাগানো হয়। এ ঘটনায় 11 জনকে আটক করা হয়েছে। পাশাপাশি মহকুমার এসপডিপিও ও থানার ইনিচার্জকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। কারণ রাজ্যের ডিজি জানিয়েছেন- মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে ৭টি লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সংখ্যা সঠিক নয়, মোট 4 জন মারা গেছে। একটি বিশেষ তদন্ত দল বা সিট  গঠন করা হয়েছে।

এরই মধ্যে রাজ্যপাল জগদীপ ধনকড় এই ঘটনাত কড়া প্রতিক্রিয়া জানিয়ে এক ট্যুইট বার্তায় বলেছেন- “বীরভূমের রামপুরহাটে ভয়াবহ সহিংসতা এবং অগ্নিসংযোগের বেলেল্লাপনা এটাই নির্দেশ করে যে রাজ্যের সংস্কৃতি সহিংসতা এবং অনাচারের কবলে রয়েছে। ইতিমধ্যে আটটি প্রাণ হারিয়েছে। মুখ্য সচিবের কাছে ঘটনার বিষয়ে জরুরি আপডেট। আমার ভাবনা শোকাহত পরিবারের সাথে।”

Published on: মার্চ ২২, ২০২২ @ ২১:৩৩


শেয়ার করুন