মাস্ক না পরেই মহিলার হুঙ্কার-‘স্বামীকে চুমু দেবো তো কি করবে’, দিল্লি পুলিশের সামনে ড্রামাবাজি, গ্রেফতার দম্পতি

Main কোভিড-১৯ দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ১৯, ২০২১ @ ১৯:৩২

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১৯ এপ্রিলঃ  একে মুখে মাস্ক নেই, তার উপর গাড়িতে বসেই পুলিশের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার।তাও আবার দেশের রাজধানী খোদ দিল্লি পুলিশের সামনে। তাদের ধমকানো-চমকানো কিছুই বাদ রাখেনি। শেষে এও বলে বসে ওই মহিলা- আমি আমার স্বামীকে চুমু দেবো তো তোমরা কি করবে। রীতিমতো চেঁচিয়ে দিল্লি পুলিশকে সমানে শাসাতে থাকে ওই দম্পতি। অবশেষে দিল্লি পুলিশ ওই দম্পতিকে মাস্ক না পরে সরকারি নির্দেশ লঙ্ঘন করার জন্য তাদের গ্রেফতার করে।

ঘটনায় প্রকাশ, দরিয়াগঞ্জের দিল্লি গেটের কাছে উইকএন্ড কারফিউ চলাকালীন পুলিশ সদস্যদের সাথে এক দম্পতির দুর্ব্যবহারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্টভাবে দেখা গেছে যে মাস্ক না পরে এক দম্পতিকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করতে। একই সঙ্গে দিল্লি পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সময় স্বামী পঙ্কজ ও স্ত্রী আভাকে গ্রেফতার করেছে।

জানা গেছে যে স্বামীর সঙ্গে মাস্ক না পরেই গাড়িতে থাকা মহিলাকে তদন্তের জন্য দিল্লি পুলিশ তাদের দাঁড়াতে বলে। মহিলা গাড়ি থামিয়ে পুলিশরা পুলিশ বাহিনীর সাথে  দুর্ব্যবহার করে। এমনকি অভিযুক্ত মহিলা সেই সময় কর্তব্যরত পুলিশ বাহিনীকে কম শিক্ষিত বলে নিজেকে কজন ইউপিএসসি টপার বলে ধমকাতে থাকে।  এই সময় কর্তব্যরত পুলিশ থানা থেকে মহিলা পুলিশ ডেকে এনে ওই মহিলাকে গ্রেফতার করে তাকে নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় তার স্বামীকেও।

ওই মহিলার বিরুদ্ধে আরও অভিযোগ এমনকি ভিডিওটিতে দেখা গেছে পুলিশকে ধমকানোর সময় ওই অভিযুক্ত মহিলা উপস্থিত জনতাকে উসকে দেওয়ারও চেষ্টা করেন। বর্তমানে পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে মাস্ক না পরার সরকারি আদেশ লঙ্ঘনের মামলা দায়ের করেছে। ভিডিওটি দেখার পরে,  জেলার উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা বলছেন যে মামলায় আরও অনেক ধারা যুক্ত হবে। পুলিশ আধিকারিরা  জানিয়েছেন, দুর্ব্যবহারকারী দম্পতি প্যাটেল নগর এলাকা থেকে এসেছিলেন। অভিযুক্ত দম্পতির নাম পঙ্কজ ও আভা।

উল্লেখ্য, গাড়ির ভিতর মাস্ক না পরার জন্য দিল্লিতে দু’হাজার টাকা জরিমানা দেওয়ার বিধি রয়েছে। দিল্লি হাইকোর্টও এটি অনুমোদন করেছে। এরকম ক্ষেত্রে এই মহিলা ও তার স্বামী উভয়কেই মাস্ক না পরার জন্য দু’হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে আরও অনেক ধারা প্রয়োগ করা।

Published on: এপ্রি ১৯, ২০২১ @ ১৯:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 + = 88