মালদ্বীপের রাষ্ট্রপতিকে কোহলি সহ ভারতীয় ক্রিকেটারদের সাক্ষর করা ব্যাট উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ৮, ২০১৯ @ ২১:১৮

এসপিটি নিউজ ডেস্ক:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন মালদ্বীপ সফর করছেন। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আর সেইসময় তিনি সফররত দেশের রাষ্ট্রপতির হাতে উপহার স্বরূপ তুলে দেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলই সমেত অন্যান্য ক্রিকেটারদের সাক্ষর করা একটি ব্যাট।

এই ব্যাটে অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও রোহিত শর্মা, শিখর ধাওয়ান, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, কে এল রাহুল, দীনেশ কার্তিক, যজুবেন্দ্র চাহাল, মহম্মদ শামির অটোগ্রাফ আছে।

মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মহলুফ বিসিসিআই-কে মালদ্বীপের ক্রিকেটের দায়িত্ব গ্রহণ করার আবেদন জানিয়েছেন। মহলুফ জানিয়েছেন, যেভাবে বিসিসিআই আফগানিস্তানের ক্রিকেট বোর্ড-এর দায়িত্ব গ্রহণ করেছেন ঠিক সেভাবে আমাদেও সাহায্য করুন।

ক্রীড়ামন্ত্রী জানান- খেলার ক্ষেত্রে ভারতের কাছে প্রভূত সাহায্য মিলেছে। আমাদের বিসিসিআই-এর পদাধিকারীদের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।ভারতের সমর্থন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিদেশ সচিব বিজয় গোখেল জানিয়েছেন, ক্রিকেটের ক্ষেত্রে ভারত যে কোনওভাবেই মালদ্বীপকে সাহায্য করতে পারে। এজন্য একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে হবে, যেখানে আর্থিক সাহায্য দেওয়া যেতে পারে।

Published on: জুন ৮, ২০১৯ @ ২১:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − = 32