মরশুমের শীতলতম দিন, কলকাতায় পারদ নামল ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে

আবহাওয়া
শেয়ার করুন

Published on: জানু ৪, ২০১৮ @ ১৮:৪৯

এসপিটি নিউজ ডেস্কঃ পিছিয়ে নেই এবার কলকাতাও। গত কয়েকদিনের রেকর্ড ভেঙে দিয়ে আজ তাপমাত্রার পারদ অনেকটা নিচে নামিয়ে এনেছে। আজ শহর কলকাতার তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।গতকালের চেয়েও যা কম। ফলে এই মরশুমের শীতলতম দিন হয়ে রিওল আজ বৃহস্পতিবার।

এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। জল্পাইগুড়িতে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। মালদহ ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।বহরম্পুর ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দিঘায় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। আসানসলে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। ডায়মণ্ডহারবারে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আগামী বেশ কয়েক দিন ঠাণ্ডার এমন প্রকোপ চলতেই থাকবে। ফলে তাপমাত্রার পারদ নীচের দিকেই ওঠানামা করবে।ছবিঃ আব্দুর রহিম  

Published on: জানু ৪, ২০১৮ @ ১৮:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 25 =