ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় ঘুরে বেড়ানো গরু পাচ্ছে আশ্রয়স্থল

দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান
শেয়ার করুন

Published on: জানু ৫, ২০১৯ @ ২৩:০১

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতের আর কোনও রাজ্যে এমনটা হয়েছে কিনা জানা নেই যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় ঘুরে বেরানো গরুকে সরকার দিচ্ছে এক নিরাপদ আশ্রয়। এমনটা সত্যি এক বিরল ঘটনা। অন্য কোনও প্রাণীর এই সৌভাগ্য না হলেও গরু কিন্তু সেই সৌভাগ্যের অধিকারী হয়েছে এই রাজ্যে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ নির্দেশ দিয়েছেন- রাস্তায় চলাফেরা করে বেড়ানো কোনও গরুকে দেখা মাত্রই তাকে যেন নির্দিষ্ট গরুর আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এমনটাই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নির্দেশ দিয়েছেন, রাজ্যের যে কোনও রাস্তায় ইতঃস্তত গরু ঘুরে বেড়াতে দেখা মাত্রই তাদের যেন নির্দিষ্ট গরুর আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আগামী ১০ জানুয়ারিরর ভিতর রাস্তায় ঘুরে বেরানো সব গরুকে গরুর আশ্রয়কেন্দ্রে আশ্রয় দিতে হবে। একটা গরু যাতে বাইরে আর না থেকে সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর দেখা গিয়েছে লক্ষনৌ মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা এমনই একটি গরুকে উদ্ধার করে গাড়িতে তুলছে। এরকম একাধিক গরুকে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এমন নির্দেশের পর অবশ্য লাভবান হয়েছে অসংখ্য গরু। এতদিন যারা রাস্তায় ঘুরে বেড়াত এখন তারা নিরাপদ আশ্রয় পাচ্ছে। সঙ্গে জুটবে খাওয়াও। নতুন বছরে গরুদের এ এক “উপহার”- বলছে অনেকেই।   ছবি-এএনআই

Published on: জানু ৫, ২০১৯ @ ২৩:০১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − 79 =