ভারতীয়দের জন্য অস্থায়ী ভিসা ছাড়ের মেয়াদ আরও ৬ মাস বাড়াল থাইল্যান্ড

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মে ১০, ২০২৪ at ১৮:৩৩

এসপিটি নিউজ, কলকাতা ও  ব্যাঙ্কক, ১০ মে:  ভারতীয় পর্যটক ক্রমেই বাড়ছে থাইল্যান্ডে। এর সুফল পেতে শুরু করেছে দুই পক্ষ। ভারতের কাছে থেকে ভাল পর্যটন ব্যবসা পাওয়ায় থগাইল্যান্ড সরকার এবার ভারতীয় পর্যটকদের জন্য অস্থায়ী ভিসা ছাড়ের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়ে দিয়েছে। বর্ধিত সময়কাল ১১ মে থেকে ১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে থাইল্যান্ড জানিয়েছে যে পর্যটন বাড়াতে তারা অস্থায়ী ভিসা ছাড়ের মেয়াদ ভারত ও তাইওয়ানের পর্যটকদের জন্য বাড়িয়েছে। এর ফলে আরও ছয় মাস এই দুই দেশের পর্যটকরা থাইল্যান্ডে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

এটি ভিসা ছাড়ের প্রাথমিক পর্যায় অনুসরণ করে, যা ১০ নভেম্বর ২০২৩ এ শুরু হয়েছিল এবং ১০ মে ২০২৪-এ মেয়াদ শেষ হতে চলেছে।

পরবর্তী ছয় মাসের মধ্যে, ভারতীয় এবং তাইওয়ানের নাগরিকদের থাইল্যান্ডে পর্যটনের উদ্দেশ্যে ৩০ দিনের থাকার জন্য একটি অস্থায়ী ভিসা ছাড় দেওয়া হবে।

আসলে বর্তমানে ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ ভ্রমণ করেন থাইল্যান্ডে। অনেক কম বাজেটে ভারতের অন্য জায়গার চেয়ে অনায়াসে ব্যাংককে ঘুরে আসা যায়। এটা এখন ভারতের ট্যুর অপারেটর থেকে শুরু করে ট্রাভেল এজেন্টদের মারফত পর্যটকরা জেনে গিয়েছেন। তার উপর অস্থায়ী ভিসা ছাড়ের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এটা তাদের কাছে বাড়তি সুবিধা হয়ে গিয়েছে। ফলে থাইল্যান্ড ভ্রমণের প্রবণতা আরও বেড়েছে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র ন্যাশনাল কমিটির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি থাইল্যান্ডের এই অস্থায়ী ভিসা চক্সহাড়্বের মেয়াদ বাড়ানর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন যে এর ফলে ভারতীয়দের মধ্যে ওই দেশে যাওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে। দিল্লির থেকেও কম সময় পৌঁছে যাচ্ছে ব্যাঙ্কক। এটাও একটা বাড়তি সুবিধা। তার উপর ভিসা ফ্রি থাকায় এই প্রবণতা বেড়েছে।

Published on: মে ১০, ২০২৪ at ১৮:৩৩


শেয়ার করুন